হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ © সংগৃহীত
ঢাকার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম সংগ্রহ করা যাবে ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর—প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ফরম সংগ্রহ ও জমাদান সংক্রান্ত নির্দেশনা
শুধুমাত্র শিক্ষার্থীর বাবা বা মা সশরীরে গিয়ে বিদ্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
আবেদন ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরতযোগ্য নয়। টাকা ভাংতি থাকা যাবে না।
একটি শিক্ষার্থীর জন্য একবারই ফরম নেওয়া যাবে। পরবর্তী বছরে আবার আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
ভর্তির পদ্ধতি: লটারি ভিত্তিক নির্বাচন
প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন হবে লটারির মাধ্যমে। ফরমে দেওয়া ক্রমিক নম্বরই লটারির নম্বর হিসেবে বিবেচিত হবে। নির্বাচিতদের তালিকা ও ফলাফল পরবর্তীতে বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
বয়স সীমা: জন্ম তারিখ হতে হবে ১ জুলাই ২০১১ থেকে ৩০ জুন ২০২০-এর মধ্যে। জন্মনিবন্ধনের ডিজিটাল রঙিন কপি জমা দিতে হবে এবং মূল কপি সঙ্গে আনতে হবে।খ্রিষ্টান প্রার্থীদের জন্য প্রয়োজন হবে বাপ্তিস্ম সার্টিফিকেট (মূল কপি) এবং জন্মনিবন্ধনের রঙিন কপি।
আরও পড়ুন: ৬ মাসের মধ্যে পেনশন দিতে নির্দেশ আদালতের, মন্ত্রণালয় বলেছে টাকা নেই
ফরম জমার সময় সঙ্গে যা যা আনতে হবে
শিক্ষার্থীর সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, জন্মনিবন্ধনের ডিজিটাল রঙিন কপি (মূল কপি সঙ্গে আনতে হবে), খ্রিষ্টান প্রার্থীদের জন্য বাপ্তিস্ম সার্টিফিকেট ও জন্মনিবন্ধন কপি, মা ও বাবাকে শিক্ষার্থীসহ উপস্থিত থাকতে হবে, ‘ক্যাচমেন্ট এরিয়া’ প্রমাণে বিদ্যুৎ বিল (সেপ্টেম্বর মাস) এবং বাড়িভাড়ার চুক্তিপত্রের ফটোকপি, টিকা প্রদানের কার্ডের কালার কপি, মা-বাবার এনআইডি একই পাতায় ফটোকপি করে জমা দিতে হবে
গুরুত্বপূর্ণ নির্দেশনা
লটারি ও ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী অভিভাবকদের বিদ্যালয়ের সব নিয়ম ও সিদ্ধান্ত মেনে নিতে হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।