মাইলস্টোনের তালিকায় নিহতের সংখ্যা কমছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান দূর্ঘটনা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান দূর্ঘটনা  © টিডিসি সম্পাদিত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে গড়মিল দেখা গেছে। প্রতিষ্ঠানটির দেওয়া সর্বশেষ তথ্যমতে, এ ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, ৪ জন অভিভাবক এবং ২ জন শিক্ষক রয়েছেন।

তবে এই সংখ্যাটি ভুল হয়েছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা। তিনি বলেন, মূলত অভিভাবকের সংখ্যা ৩ জন। ভুলবশত একজন অভিভাবককে দুইবার তালিকাভুক্ত করা হয়েছে। 

এ বিষয়ে তিনি বলেন, ‘এস এম রোহান এবং এস এম ঝুমঝুম—এই দুই শিক্ষার্থীর মা রাজুনি ইসলাম বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মারা যান। এ শিক্ষার্থীদের একজন বাংলায় এবং আরেকজন ইংরেজি মাধ্যমে পড়ায়, ইংরেজি শাখা ও বাংলা শাখা উভয়েই তাদের মা-কে তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফলে এক ব্যক্তিকে দুইবার গণনা করা হয়েছে।’

0123

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মোট নিহতের সংখ্যা ৩৫ জনে দাঁড়ালো।

এদিকে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন জানান, দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ওই সময় প্রতিষ্ঠানটিতে ক্লাস চলছিল এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। ভয়াবহ এই ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে আসে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!