“এক নিমিষে নিভে গেছে অগণিত স্বপ্ন”—মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে সাকিব

বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য সাকিবের শোক
বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য সাকিবের শোক  © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আরও দেড় শতাধিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে; যাদের অধিকাংশই রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধস্ত হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভিডিও তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন গোটা দেশ, হতাহত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন তারা। ফেসবুকে এক পোস্টে হতাহতদের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

এছাড়া শিক্ষার্থীসহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য তামিম ইকবাল, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলিরা দোয়া চেয়ে বার্তা দিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে, শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।

সাকিব আরও লেখেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।

সাকিব তার বার্তার শেষাংশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে লেখেন, আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!