প্রাথমিকের ৯ কোটি পাঠ্যবই ছাপানোর পরিকল্পনা, নতুন সংস্করণের বই পাবে আরও দুই শ্রেণির শিক্ষার্থীরা

১৩ মে ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৩৮ PM
বই হাতে প্রাথমিকের শিক্ষার্থীরা

বই হাতে প্রাথমিকের শিক্ষার্থীরা © ফাইল ফটো

আগামী নতুন বছরে অর্থ্যাৎ ২০২৬ সালে প্রাথমিকে প্রায় ৯ কোটি বই ছাপানো হবে। এই শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতেও ২০২১ সংস্করণের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী বছরের বই ছাপানোর দরপত্র বা টেন্ডার কার্যক্রম কিছুটা শুরু হয়েছে। ইতোমধ্যে ৬ষ্ঠ শ্রেণির বইয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। আর প্রাক-প্রাথমিকের বইয়ের দরপত্র রেডি করা হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদন হয়ে আসার সঙ্গে সঙ্গেই দরপত্র প্রকাশ করা হবে। 

অধ্যাপক রবিউল কবীর চৌধুরী বলেন, ১/২দিনের মধ্যে অর্থ্যাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপি (ডিরেক্টর অব জেনারেল) থেকে অনুমোদন হওয়ার সঙ্গে সঙ্গে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের ছাপানোর জন্য টেন্ডার বা দরপত্র আহ্বান করা হবে। চলতি বছরের ২৬ অক্টোবরের ৫৮৫ বই বিতরণ কেন্দ্রে প্রাথমিকের প্রায় ৯ কোটি বই পৌঁছে যাবে। 

এনসিটিবি চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে ৬ষ্ঠ শ্রেণির বইয়ের টেন্ডার আহ্বান করা হয়েছে। সারাদেশের জেলা উপজেলাগুলো থেকে বইয়ের চাহিদা নেওয়া হচ্ছে। অন্যশ্রেণির বইয়ের টেন্ডার কার্যক্রম জুন মাসের মধ্যে শেষ করা হবে। আর ১০ নভেম্বরের মধ্যে একইভাবে ৫৮৫ বই বিতরণ কেন্দ্রে মাধ্যমিকের বইগুলো পৌঁছে যাবে। এ বছর প্রাথমিকের প্রায় ৯ কোটি বই ছাপানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: এক কক্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোচিং সেন্টারকেও হার মানায় যে স্কুল

জানা গেছে, চলতি বছর পর্যন্ত প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ২০১২ সালের কারিকুলামের বই পড়ানো হতো। আগামী বছর থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ২০২১ সংস্করণের বই পরিমার্জন করে তুলে দেওয়া হবে বলে জানান এনসিটিবি চেয়ারম্যান। 

এদিকে ২০১৯ সালের শেষদিকে কারিকুলাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেসময় ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নতুন পাঠ্যক্রমের বই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০২১ সালে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় শ্রেণি ও ২০২২ সালে তৃতীয় শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়। এবার ২০২৬ সাল থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই পরিমার্জন করে ২০২১ সংস্করণের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।

কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9