মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার

৩০ এপ্রিল ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৬ PM
মারধরের দৃশ্য

মারধরের দৃশ্য © টিডিসি ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর ও তার মা-বাবাকে মারধর করে তাকে অপহরণের ঘটনা ঘটে। তবে তিন ঘণ্টার মধ্যেই ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্চয়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাশরুবা আক্তার মিম গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্র থেকে পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরে। এরপর দুপুর ২টার দিকে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়ের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় বাধা দিতে গেলে মিমের বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরবর্তীতে তারা ওই এসএসসি পরীক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।

উদ্ধার হওয়া শিক্ষার্থী অভিযোগ করে, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে সঞ্চয় তাকে উত্ত্যক্ত করত এবং বিভিন্ন ধরনের হুমকি দিত। সে এই ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং বিকেল ৫টার দিকে কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় অভিযুক্ত সঞ্চয়কে (২০) গ্রেফতার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার অভিযানে নামে এবং দ্রুততম সময়ের মধ্যেই ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। একই সাথে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত বোরো বীজতলা, দিশেহারা চা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প
  • ১৭ জানুয়ারি ২০২৬
গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9