রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৭৭, বহিষ্কার ৫

  © সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিন রংপুরে অনুপস্থিত ছিলেন ৫৭৭ জন পরীক্ষার্থী এবং প্রক্সি ও অন্য অপরাধের কারণে বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রমিজ আলম।

অফিস সূত্রে জানা যায়, রংপুর বিভাগে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৪১০ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪১ হাজার ৯৭৮ জন। এর মধ্যে ৫১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯৪২৯ জন, এসএসসি (দাখিল) ১৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৬৫২ জন এবং এসএসসি (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ২৯৮৯ জন। 

এসব কেন্দ্রে অনুপস্থিত ছিলেন এসএসসির ২৯৬ জন, দাখিলের ২৫৮ জন এবং ভোকেশনালের ২৩ জন। তবে প্রক্সি ও অন্যান্য অপরাধের কারণে দাখিল পরীক্ষার্থীর ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার মধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছে যান। পরে ঠিক সাড়ে ৯টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হলে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। 
এবারে রংপুর নগরীর রংপুর জিলা স্কুল, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কেরানীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বড় দরগা উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, আনন্দলোক বিদ্যাপীঠ ও হাইস্কুল, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, সরকারি টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রংপুর উচ্চ বিদ্যালয়সহ ৮০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আর অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার কোনো প্রশ্ন ফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। 

অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য রংপুর মেট্রোপলিটন এলাকার ২১টি পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence