প্রবল বৃষ্টিতে লোডশেডিং, মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

  © সংগৃহীত

প্রবল ঝড়বৃষ্টি ও লোড শেডিংয়ের কারণে প্রথম দিনেই ভোগান্তিতে পড়তে হয়েছে ঠাঁকুগাওয়ের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের। লোডশেডিংয়ের কারণে ওইসব কেন্দ্রে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শুরুই আগেই প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হয়। এতে সৃষ্টি হয় জলাবদ্ধতারও। সাথে ছিল পরিবহণ সংকট। ফলে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগেই ভিজে কাপড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। বৃষ্টির কারণে বাইরে অপেক্ষমাণ অভিভাবকরাও ছাতা ব্যবহার করেও সঠিকভাবে ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা পাননি। কেন্দ্রটিতে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের মোমবাতির আলোতে পরীক্ষা দিতে হয়েছে। অভিভাবকদের মতে, ভেজা কাপড়ে দীর্ঘ সময় বসে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

ওই কেন্দ্রের সচিব জিয়াউর রহমান জানান, বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোতে পরীক্ষা নেওয়া হচ্ছে। ২২৫ পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত শিক্ষার্থীরা বিদ্যুৎবিহীন অবস্থায় পরীক্ষা দিচ্ছিলেন। 

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থী প্রাপ্তি বলেন, ‘বাইরে ঝড়-বৃষ্টি হওয়ায় কক্ষে বিদ্যুৎ ছিল না। ফলে আমাদের রুমে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। আলো কম থাকায় প্রশ্ন পড়া ও উত্তর লেখা বেশ কষ্টকর ছিল।’

পরীক্ষাকেন্দ্রে অপেক্ষারত এক অভিভাবক বলেন, ‘সকাল থেকেই বৃষ্টি। ছেলেমেয়েরা ভিজে কেন্দ্রে এসেছে। কর্তৃপক্ষ আগে থেকে ব্যবস্থা নিলে এই দুর্ভোগ হতো না।’

জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২২ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এসএসসি (সাধারণ) শাখায় ১৭ হাজার ৯৭৭ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ২ হাজার ৮০৮ জন এবং কারিগরি শাখায় ১ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। জেলার মোট পরীক্ষাকেন্দ্র ৪০টি।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence