প্রাথমিকে আরও তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের চিন্তা আছে: উপদেষ্টা বিধান রঞ্জন রায়

০৯ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
বিধান রঞ্জন রায় পোদ্দার

বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিকে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের চিন্তা-ভাবনা চলছে। এছাড়াও চারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি এখনও অনুমোদনের অপেক্ষায় আছে।

সোমবার (০৯ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এই মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান।

উপবৃত্তি বাড়ানো দরকার জানিয়ে উপদেষ্টা বলেন, এ বৃত্তির যথাযথ ব্যবহার হচ্ছে না। শিক্ষার্থী না হয়েও উপবৃত্তি গ্রহণের ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে। অল্প পরিমাণে হলেও এটি একটি উৎসাহ, কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না। সেদিকে নজর দিতে হবে। 

মিড ডে মিল চালু করার জন্য সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এটি এখন বিছিন্নভাবে রয়েছে। সরকার আগামী বছর থেকে এটি চালু করতে কাজ করছে। এটি শিশুদের বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বাড়ানোর জন্য, তা নিশ্চিতে আমাদের কাজ করতে হবে।

শিক্ষক নেতাদের সমালোচনা করে উপদেষ্টা বলেন, আমি সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাথমিক চিকিৎসা প্রধান শিক্ষকদের জন্য ১০ গ্রেড চালু করতে পারছি না। ‘আমি বলেছি, এটি যৌক্তিক, তবে বাস্তবসম্মত নয়।’ সেজন্য এখন সবাই আমার পেছনে লেগেছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ, সংস্থাটির কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ এবং টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমুল হক। এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা ইন্সটিটিউটের সিনিয়র অ্যাডভাইজার ড. মুহাম্মদ মুসা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২০ জানুয়ারি ২০২৬
তোজাকে বহিস্কার, ৫ জনের বহিস্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি কবে, জানালেন এনটিআরসিএ …
  • ২০ জানুয়ারি ২০২৬
আমিরসহ জামায়াতের ৭ কেন্দ্রীয় নেতাকে নিরাপত্তা দিতে চিঠি
  • ২০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলা নিয়ে ‘নিশ্চিত না’ লিটনও
  • ২০ জানুয়ারি ২০২৬
নবম পে-স্কেলে সব গ্রেডে বাড়ি ভাড়া বাড়ছে না
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9