প্রাথমিকে পদোন্নতিতে অনিচ্ছুক শিক্ষকদের আবেদন যেভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
পদোন্নতি না নিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আবেদন করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর। সে আবেদনে প্রতিস্বাক্ষর করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আর সুপারিশ করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম চলছে। সারাদেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো পদোন্নতির প্রস্তাব পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রতি উপজেলার বেশ কিছু শিক্ষক পদোন্নতি নিতে অনীহা প্রকাশ করেছেন। গ্রেডেশন তালিকায় পদোন্নতি যোগ্য যেসব সহকারী শিক্ষক পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক তারা পদোন্নতি নিতে অনিচ্ছুক মর্মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করবেন। আবেদনে উপজেলা শিক্ষা অফিসার প্রতিস্বাক্ষর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুপারিশ করবেন।
আদেশে শিক্ষাকদের পদোন্নতি দেয়ার পূর্ণাঙ্গ প্রস্তাবের সঙ্গে অনিচ্ছুক আবেদন সংযুক্ত করে পাঠানোর জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলেছে অধিদপ্তর।