সুইজারল্যান্ডে স্কলারশিপে পড়াশোনা, মাসিক বৃত্তি ১ লাখ ২৮ হাজার

সুইজারল্যান্ডে ইউনিভার্সিটি অব লুসান
সুইজারল্যান্ডে ইউনিভার্সিটি অব লুসান  © সংগৃহীত

সুইজারল্যান্ডে ইউনিভার্সিটি অব লুসানে স্কলারশীপসহ (UNIL) মাস্টার্স করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে স্কলারশীপ প্রদান করবে- UNIL । নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশী টাকায় ১লাখ ২৮হাজার টাকা) আর্থিক সহায়তা পাবে বাংলাদেশী শিক্ষার্থীরাও এ স্কলারশীপের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২২ ।

বিশ্ববিদ্যালয় পরিচিতি: ইউনিভার্সিটি অব লুসান সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে  এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

নিম্নলিখিত মাস্টার্স প্রোগ্রামগুলি UNIL স্কলারশিপ এর আওতাভুক্তঃ-  
• স্কুল অব মেডিসিন 
• শিক্ষা
• আইন
• ফৌজদারি আইন এবং ম্যাজিস্ট্রেসি বিশেষজ্ঞ
• শারীরিক শিক্ষা এবং ক্রীড়া শিক্ষাবিজ্ঞান
• স্বাস্থ্য বিজ্ঞান
• টেকসই ব্যবস্থাপনা ও প্রযুক্তিত (MSc)
• সমস্ত এমএএস (পিএইচডি প্রোগ্রাম)
শুধুমাত্র আইনের উপর মাস্টার্সের জন্য,দুটি বিশেষীকরণ রয়েছে – ১) আন্তর্জাতিক এবং তুলনামূলক আইন এবং ২) আইনি তত্ত্ব এই দুইটি বিষয় মাস্টার্স এ স্কলারশিপের আবেদনের জন্য উন্মুক্ত।

সুযোগ-সুবিধাঃ আবাসন ও টিউশন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই ( বছরে 10 মাস) মাস্টার্সের সম্পূর্ণ সময়কালের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে । 

যোগ্যতাঃ
•UNIL -এ মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে UNIL-এ স্নাতকের সমতুল্য বিবেচিত একটি বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা থাকতে হবে ।
• ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
•ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে B2 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও গ্লোবাল স্কেল অনুযায়ী) ভাষার স্তর থাকতে হবে।
• নতুন শিক্ষার্থী হতে হবে ।
• CHF 200.00 প্রশাসনিক ফি প্রদান করতে হবে ।

আবেদন করতে ক্লিক করুন (Official Scholarship Website) 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence