সাংবাদিকতা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের ৩ দিনব্যাপী সামিট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুন ২০২২, ০৩:৩৮ PM , আপডেট: ১০ জুন ২০২২, ০৩:৪২ PM
সাংবাদিকতা নিয়ে তিন দিনব্যাপী সামিটের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। ‘পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, সহযোগিতা এবং সহনশীলতা তৈরি করা’-এই থিম নিয়ে আগামী ১২ থেকে ১৪ জুলাই ভার্চুয়াল মাধ্যমে এ সামিট অনুষ্ঠিত হবে। স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আগামী ১২ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।
পড়ুন আইইএলটিএস ছাড়াই কানাডার টেড ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ
‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড’ এর মাধ্যমে তরুণ সাংবাদিকদের সাথে নেটওয়ার্কের সুযোগ রয়েছে। এছাড়া সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন সেশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। যে কোনো ধরনের মিডিয়াতে কর্মরত তরুণ সাংবাদিকরা এ সামিটে অংশগ্রহণ করতে পারবেন।
যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এ সামিট-এ অংশগ্রহণ করতে পারবেন। অথবা গত বছরের ১ জুলাই এর পর গ্র্যাজুয়েশন শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীরা সাংবাদিকতার জন্য ডেডিকেটেড হতে হবে।
আরও পড়ুন জাপানে ৩-৬ মাস মেয়াদী এক্সচেঞ্জ প্রোগ্রাম, আবেদন শেষ ২০ জুন
সুযোগ-সুবিধাসমূহ:
* তরুণ সাংবাদিকদের সাথে নেটওয়ার্কের সুযোগ।
* সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন সেশনে অংশগ্রহণের সুযোগ
আবেদনের যোগ্যতা:
* আগামী ১ জুলেই এর মধ্যে বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকতে হবে।
* স্নাতক বা স্নাতকোত্তরে নিবন্ধিত শিক্ষার্থী হতে হবে। অথবা ২০২১ সালের ১ জুলাই এর পর গ্র্যাজুয়েশন শেষ করেছেন এমন শিক্ষার্থী।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ সমমানের ইংরেজিতে কথা বলতে সক্ষম। তবে আইইএলটিএস সনদের প্রয়োজন হবে না। ভাষা দক্ষতা প্রবন্ধের উপর মূল্যায়ন করা হবে।
* ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড-এ পূর্বে কোনো ইভেন্টে অংশগ্রহণ করেননি এমন শিক্ষার্থী।
* ১২ থেকে ১৪ জুলাই প্রতিদিন ৩ ঘন্টা করে অনলাইনে অংশগ্রহণ করার ইচ্ছা থাকতে হবে।
* ভবিষ্যতে সাংবাদিকতায় থাকার জন্য ডেডিকেটেড হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।