স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের টিসাইড বিশ্ববিদ্যালয়ে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫০ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫০ PM
স্নাতকোত্তরে এক বছর মেয়াদী স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের টিসাইড বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ, মালয়েশিয়া, ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।
পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে
‘গ্রেট’ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ স্কলারশিপটি টিসাইড বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। মোট ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।
এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির ক্রিমিনোলজি, ল এন্ড পলিসি, আইন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে। টিসাইড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় ২১ হাজার শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
আরও পড়ুন ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রে
সুযোগ-সুবিধাসমূহ:
* নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ।
যোগ্যতার মানদণ্ড:
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* টিসাইড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে।
* স্নাতকে ১ম শ্রেণী পেতে হবে।
* বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* এর আগে যুক্তরাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না।
* সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।