বিনা খরচে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পড়ুন আবুধাবি বিশ্ববিদ্যালয়ে

আবুধাবি বিশ্ববিদ্যালয়
আবুধাবি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ ফেব্রুয়ারি।

পড়ুন ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন তুরস্কে, বৃত্তি সংখ্যা ৫ হাজার

বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য বৃত্তি হচ্ছে এইচ. এইচ. শেখ হামদান বিন জায়েদ স্কলারশিপ, চেয়ারম্যান’স স্কলারশিপ ও মেরিট বেজড গ্র্যাজুয়েট স্কলারশিপ। এসব স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ফি, বিমান খরচ ও স্বাস্থ্যবীমাসহ নানান সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির কলা ও বিজ্ঞান কলেজ, কলেজ অফ বিজনেস, ইঞ্জিনিয়ারিং কলেজ, স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, আইন কলেজ ও সামরিক কলেজের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। স্নাতকের সময়কাল ৪ বছর, স্নাতকোত্তরে ২ বছর এবং পিএইচডির সময়কাল ৪ বছর।

আবুধাবি বিশ্ববিদ্যালয় সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। শেখ হামদান বিন জায়েদ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। ২০২১ সালের কিউএস গ্লোবাল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে আবুধাবি বিশ্ববিদ্যালয় ৭০১-৭৫০ তম অবস্থানে রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ:

এইচ. এইচ. শেখ হামদান বিন জায়েদ স্কলারশিপ ও চেয়ারম্যান’স স্কলারশিপ এর আওতায়-

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
* আবেদন ফি মওকুফ।
* স্টুডেন্ট সার্ভিস ফি।
* স্বাস্থ্যবীমা।

মেরিট বেজড গ্র্যাজুয়েট স্কলারশিপ এর আওতায়-

* স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৫ পেলে ২৫ ভাগ টিউশন প্রদান করা হবে।

যোগ্যতার মানদণ্ড:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২.৫ সিজিপিএ পেতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩ সিজিপিএ পেতে হবে।
* পিএইচডিতে আবেদনকারীর কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৬১ পেতে হবে।

প্রয়োজনীয় নথি:

* একাডেমিক সনদ।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* এসওপি।
* একটি পাসপোর্ট আকারের ছবি।
* পাসপোর্টের কপি।
* ইংরেজি দক্ষতার সার্টিফিকেট।

আবেদন প্রক্রিয়া:

শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত পড়ুন


সর্বশেষ সংবাদ