স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারিশপ দিচ্ছে ফিনল্যান্ডের ওলু বিশ্ববিদ্যালয়

০১ ডিসেম্বর ২০২১, ১১:০২ AM
ওলু বিশ্ববিদ্যালয়, ফিনল্যান্ড

ওলু বিশ্ববিদ্যালয়, ফিনল্যান্ড © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ফিনল্যান্ডের ওলু বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৯ জানুয়ারি। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি থেকে।

ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। মোট ২০ টি বিষয়ে ২ বছর মেয়াদী স্নাতকোত্তর করতে পারবেন শিক্ষার্থীরা। বিষয়গুলো সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

বর্তমানে ৮টি অনুষদে বিভিন্ন দেশের মোট ১৩ হাজার ৫০০ শিক্ষার্থী বিভিন্ন কোর্সে পড়াশোনা করছেন। পড়াশোনার উন্নত পরিবেশ, গবেষণাসহ সামগ্রিক কারণে ২০২১ সালে কিউএস র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৭৭। এ ছাড়া ফিনল্যান্ডের ওলু বসবাসযোগ্য শহর হিসেবে বিশ্বে পরিচিত।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ফিনল্যান্ডের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ওলু বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও গবেষণার জন্য বহূল পরিচিত।

সুযোগ-সুবিধাসমূহ:

* ১ম বছরের টিউশন ফি মওকুফ করা হবে।
* ১ম বছরে সব কোর্সে ৬০ ক্রেডিট মার্কস পেলে ২য় বছরেও স্কলারশিপের সুযোগ রয়েছে।
* ২০ টি প্রোগ্রামে স্নাতকোত্তর করা যাবে।

আবেদেনের যোগ্যতা:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ৯০ স্কোর তুলতে হবে।
* ২য় বছরের জন্য বৃত্তি পেতে হলে আগের বছরের সব কোর্সে ন্যূনতম ৬০ ক্রেডিট মার্ক পেতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নেবে ল্যাবএইড ক্যান্সার হাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • ২৫ জানুয়ারি ২০২৬
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের: তারেক …
  • ২৫ জানুয়ারি ২০২৬
স্লোগান দিয়ে জনতাকে উসকে দেওয়া রাজিব গ্রেপ্তার
  • ২৫ জানুয়ারি ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার নেবে এসিআই মটরস, পদ ১৫, বয়স ২৪ …
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬