চিত্রশিল্পীদের জন্য ১০ হাজার ডলার পাওয়ার সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১১:২১ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২১, ১১:২১ AM
চিত্রশিল্পীদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছে ‘দ্য ফাউন্ড ওয়ার্ক’। ‘ফাউন্ড ওয়ার্ক শিল্পী পুরস্কার ২০২১’ শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের ১০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে। বাংলাদেশসহ যেকোন দেশের ১৮ বছরের বেশি বয়সীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
শিল্পীদের অসামান্য শিল্পকর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য ২০১৯ সালে চালু করা হয় ‘দ্য ফাউন্ড ওয়ার্ক আর্টিস্ট প্রাইজ’ নামের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। একটি জুরি বোর্ড প্রতিযোগিদের জমা দেয়া শিল্পকর্মের সূক্ষ্ম পর্যবেক্ষণ শেষে বিজয়ীদের নির্বাচন করবেন।
সুযোগ-সুবিধা:
* দ্য ফাউন্ড ওয়ার্ক আর্টিস্ট পুরস্কারটি বিশ্বের যে কোন প্রান্তের শিল্পীদের জন্য উন্মুক্ত।
* মোট দুজন বিজয়ীকে ১০ হাজার ডলার করে প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাড়ে ৮ লক্ষ টাকা।
* লস এঞ্জেলেস এ অবস্থিত দ্য ফাউন্ড ওয়ার্ক এর স্টুডিও ভিজিটের সুযোগ।
* এছাড়া সেরা তিন শিল্পীকে যুক্তরাষ্ট্রে দ্য ফাউন্ড ওয়ার্ক এর বার্ষিক সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের যোগ্যতা:
* শিল্পীকে কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।
* ফাউন্ড ওয়ার্ক কর্মীরা এবং তাদের নিকটাত্মীয়রা আবেদনের যোগ্য হবেন না।
* আবেদনকারী অবশ্যই দ্য ফাউন্ড ওয়ার্ক এর আইন ও নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
* আবেদনকারীর অবশ্যই ১০ই অক্টোবর, ২০২১ থেকে ৩০ নভেম্বর, ২০২১ পর্যন্ত অন্তত ৬টি প্রকাশিত শিল্পকর্মসহ, তৈরি কাজের উপর একটি ‘শিল্পী প্রোফাইল’ জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে ও আবেদনের জন্য ক্লিক করুন এই লিংকে।