ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নটিংহাম বিশ্ববিদ্যালয়

নটিংহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
নটিংহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য  © সংগৃহীত

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ কয়েকটি কমনওয়েলথভূক্ত দেশ এবং আফ্রিকা মহাদেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০২২ সালের ২০ মে পর্যন্ত।

এ স্কলারশিপের আওতায় একাডেমিক সাফল্যের উপর ভিত্তি করে শতভাগ বা তার অর্ধেক টিউশন ফি মওকুফ করা হবে। প্রতিবছর নটিংহাম বিশ্ববিদ্যালয় নিজেই এ বৃত্তির মাধ্যমে মোট ১০৫ জনকে সেখানে পড়ার সুযোগ দিয়ে থাকে।

প্রকৌশল অনুষদ, মেডিসিন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা স্নাতকোত্তর করতে পারবেন।

যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি ১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৪৮ সালে রাজকীয় চার্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।

সুযোগ-সুবিধা:

* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* এ স্কলারশিপের আওতায় শতভাগ অথবা ৫০ ভাগ টিউশন ফি মওকুফ করা হবে।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

*  বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

* যুক্তরাজ্যে পড়েছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন না।

* ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ