স্নাতকে পড়ুন বেলোয়েট কলেজে, বছরে বৃত্তি ৩৫ লক্ষ টাকা

বেলোয়েট কলেজ, যুক্তরাষ্ট্র
বেলোয়েট কলেজ, যুক্তরাষ্ট্র  © সংগৃহীত

স্নাতকের নতুন শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেলোয়েট কলেজ। বাংলাদেশসহ যে কোন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য যেকোন আন্তর্জাতিক শিক্ষার্থীর প্রথম পছন্দ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই আপনিও আবেদন করতে পারেন এই স্কলারশিপের জন্য। আগামী ১ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

একাডেমিক যোগ্যতার ভিত্তিতে দেয়া এ স্কলারশিপের আওতায় বছরে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত এই বেলোয়েট কলেজে প্রতিবছর প্রায় ১৪০০ শিক্ষার্থীকে স্নাতকের সুযোগ দেয়।

সুবিধাসমূহ:

• যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

• বার্ষিক ৪১ হাজার ডলারের একটি মেধাবৃত্তি দেয়া হবে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা।

• সন্তোষজনক একাডেমিক ফলাফল ধরে রাখতে পারলে বৃত্তি পুনরায় দেয়া হবে।

আবেদনের যোগ্যতা:

• উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

• শিক্ষার্থীদের অবশ্যই নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।

• যোগ্যতার ভিত্তিতে বৃত্তিটি প্রদান করা হয়। তাই তাদের অবশ্যই একাডেমিক সাফল্য দেখাতে হবে।

• অসম্পূর্ণ আবেদনপত্র বৃত্তির জন্য বিবেচিত হবে না।

• শিক্ষার্থীদের এসিটি/এসএটি পরীক্ষার স্কোর জমা দিতে হবে। এসএটি পরীক্ষায় ন্যূনতম ৫৮০ ও এসিটি তে ২৪ পেতে হবে।

• ইংরেজি ভাষা দক্ষতার স্কোর জমা দিতে হবে। ডুয়োলিং এ কমপক্ষে ১০৫, টোয়েফল আইবিটি তে ৮৫ বা আইইএলটিএস এ ৬.৫ পেতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে লগইন করুন এখানে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ