ইয়ুথ লিডারস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ

  © ফাইল ছবি

তরুণদের জন্য ভার্চুয়াল লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্সের আয়োজন করেছে ওয়ার্ল্ড ইয়ুথ লিডার অর্গানাইজেশন (ডব্লিউওয়াইএলও)। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক ইয়ুথ লিডার্স প্রোগ্রামের (ওয়াইএলপি) জন্য আবেদন করতে পারবেন। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বব্যাপী মানসম্মত শিক্ষা এবং শিক্ষায় সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ নেতৃত্বকে আরও শাণিত করবে এই কোর্স।

আগামী ১৪ নভেম্বরের মধ্যে করতে হবে এই আবেদন। মোট ১২ ঘন্টার এ কোর্সটি অনলাইনের মাধ্যমে আগামী বছরের ২৯ ও ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সুবিধা:

* যে কোনো দেশের মানুষ আবেদন করতে পারবেন।
* নেতৃত্বের দক্ষতা এবং কার্যকরীভাবে এর প্রয়োগের টেকনিক শেখানো হবে এই কোর্সের মাধ্যমে।
* এই কোর্স চলাকালীন পেশাদার নেটওয়ার্ক বাড়ানোর পাশাপাশি পারস্পারিক আলোচনায় অংশ নেওয়ার মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের সাথে থাকবে বন্ধুত্ব তৈরির সুযোগ।
* বিশ্বমানের বক্তাদের সাথে সাক্ষাতের সুযোগ।
* সম্পূর্ণ সেশন সম্পন্ন করলে দেয়া হবে সার্টিফিকেট।
* এছাড়াও যদি কেউ কোনো পুরস্কারের জন্য নির্বাচিত হন তবে তাকে আলাদা সনদ এবং সুযোগ-সুবিধা দেয়া হবে।

যোগ্যতা:

আবেদনকারীকে ১৬ থেকে ২৯ বছর বয়সী হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদনপত্র জমা দিতে হবে এই লিংকের মাধ্যমে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত হলে প্রার্থীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি সাক্ষাৎকার নেয়া হবে। সেখানে উত্তীর্ণ হলে এরপর একটি কনফারমেশন চিঠি পাঠানো হবে। সফল প্রার্থীদের ১০ ডলার পেমেন্ট করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে


সর্বশেষ সংবাদ