বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বিষয়ক ভার্চুয়াল মেলা

২৭ আগস্ট ২০২১, ১১:২৩ AM
'এডুকেশন ইউএসএ সাউথ এশিয়া ফল ভার্চুয়াল ট্যুর'

'এডুকেশন ইউএসএ সাউথ এশিয়া ফল ভার্চুয়াল ট্যুর' © ছবি : সংগৃহীত

‘এডুকেশনইউএসএ বাংলাদেশ’ এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথভাবে 'এডুকেশন ইউএসএ সাউথ এশিয়া ফল ভার্চুয়াল ট্যুর' আয়োজন করেছে। 

মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভার্চুয়াল এই মেলায় বাংলাদেশী শিক্ষার্থী, শিক্ষক ও কলেজ কাউন্সেলররা যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হতে পারবেন। আগ্রহীরা বিনামূল্যে এই মেলায় অংশ নিতে পারবেন।

প্রথম মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আজ ২৭ আগস্ট (গ্রাজুয়েট বা স্নাতকোত্তর কোর্সে পড়তে আগ্রহীদের জন্য) এবং দ্বিতীয় মেলাটি অনুষ্ঠিত হবে আগামী ৩ সেপ্টেম্বর (আন্ডারগ্রাজুয়েট বা স্নাতক কোর্সে পড়তে আগ্রহীদের জন্য)। দুটো মেলাই উল্লেখিত তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

এডুকেশনইউএসএ বাংলাদেশ বলছে, গত বছর নিবন্ধিত অংশগ্রহণকারীদের তালিকায় দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে ঢাকা শী‍র্ষে ছিল; এটি প্রমাণ করে যে বিদেশে পড়তে ইচ্ছুক বাংলাদেশিদের শীর্ষ গন্তব্য বা সেরা পছন্দ যুক্তরাষ্ট্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ২০২০ ওপেন ডোরস রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে, যা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে দ্রুততম বর্ধনশীল দেশগুলোর অন্যতম। আমেরিকায় অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের দিক থেকে অষ্টম।

২৭ আগস্ট অনুষ্ঠিতব্য গ্রাজুয়েট ভার্চুয়াল মেলায় যোগদানের জন্য নিবন্ধন করতে দেখুন: https://educationusa.events/graduatefair

৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্ডার-গ্রাজুয়েট ভার্চুয়াল মেলায় যোগদানের জন্য নিবন্ধন করতে দেখুন: https://educationusa.events/undergraduatefair

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬