বৃত্তি নিয়ে ভারতে পড়ার সুযোগ, আবেদন শেষ ৩০ মে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ মে ২০২১, ১০:০৬ AM , আপডেট: ২৮ মে ২০২১, ১০:০৬ AM
২০২১-২২ শিক্ষাবর্ষে ভারতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের নিকট থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)। ভারতের বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি করতে বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বৃত্তির জন্য অনলাইনে আবেদন একমাস বাড়ানোর পর আগামী ৩০ মে শেষ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল আইসিসিআর বৃত্তির জন্য এ আবেদনের শেষ সময় ছিল। করোনার কারণে আবেদন করার সময় এক মাস বাড়িয়ে তা ৩০ মে করা হয়েছে।
আরও দেখুন: বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে আবুধাবি বিশ্ববিদ্যালয়
যে সকল বিষয়ে পড়া যাবে
মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন কোর্স বাদে যেকোনো বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি করতে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।
আবেদনের শর্ত
* আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
* বিই-বিটেক আবেদনকারী প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে।
* ভর্তির পর শিক্ষার্থীদের হোস্টেলে থাকতে হবে।
* আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন।
* ইংরেজির দক্ষতা যাচাইয়ে ৫০০ শব্দে ইংরেজিতে প্রবন্ধ লিখতে হবে শিক্ষার্থীদের।
* শিক্ষার্থীরা তাঁর ঞঙঋঊখ-ওঊখঞঝ স্কোরও ইংরেজি দক্ষতা নির্ধারণে জমা দিতে পারবেন।
* আবেদন করতে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বরপত্র আপলোড করতে হবে।
* আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে তবেই সাবমিট করতে হবে। অনুবাদ করা কাগজপত্র ছাড়া গ্রহণ করা হবে না।
*আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।
আবেদন প্রক্রিয়া
আইসিসিআর বৃত্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের http://a2ascholarsships.iccr.gov.in লিংকে লগইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।
যেকোন প্রয়োজনে যোগাযোগ
বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভারতীয় হাইকমিশনের শিক্ষা উইংয়ে (প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২; ফোন-৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন-১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in) যোগাযোগ করতে বলা হয়েছে।