প্রেসিডেনশিয়াল স্কলারশিপে পড়ুন চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

চীনে স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই
চীনে স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই  © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেনশিয়াল স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ জুলাই ২০২৫। 

সুযোগ-সুবিধা—

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ-সুবিধা ভিন্ন। ইংরেজি ভাষায় স্নাতক প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের প্রথম বছর ১০ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অধ্যয়নের বিষয়—

ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাবরক্ষণ, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, ব্যবসা, বিপণন, মানবসম্পদ, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথিপত্র—

*বৈধ পাসপোর্টের কপি;

*সর্বশেষ ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;

*পারিবারিক আর্থিক বিবরণী;

*গবেষণা প্রস্তাব (মাস্টার্স এবং পিএইচডির জন্য); 

*দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য);

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রির জন্য আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের বয়স ২৫ বছরের কম, স্নাতকোত্তরের ৩০ বছরের কম ও
পিএইচডির জন্য ৪০ বছরের কম হতে হবে; 

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুলাই ২০২৫।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!