যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা করছে এমপাওয়ার ফাইন্যান্সিং

রাজধানীর গুলশানে অবস্থিত ইএমকে সেন্টারে এমপাওয়ার ফাইন্যান্সিং প্রোগ্রামে অতিথিবৃন্দ
রাজধানীর গুলশানে অবস্থিত ইএমকে সেন্টারে এমপাওয়ার ফাইন্যান্সিং প্রোগ্রামে অতিথিবৃন্দ   © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সমস্যা সমাধানের লক্ষ্যে এমপাওয়ার ফাইন্যান্সিং ও ইউএস কমার্শিয়াল সার্ভিস ঢাকার গুলশানে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকার গুলশানে অবস্থিত ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। আর্থিক চ্যালেঞ্জ অতিক্রম করতে আর্ন্তজাতিক শিক্ষাঋণ প্রধানকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কিভাবে সহায়তা করে চলেছে মূলত সে বিষয়েই অনুষ্ঠানে আলোচনা করা হয়।

এমপাওয়ার ফাইন্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা অনুমোদনের হার অন্যান্য অঞ্চলের গড় পরিমাণের তুলনায় ৫০ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করে চলেছে।

প্রতিষ্ঠানটি গ্যারান্টার বা জামানতের পরিবর্তে শিক্ষার্থীদের ভবিষ্যত উপার্জনের সম্ভাবনার দিকে গুরুত্ব দিয়ে শিক্ষাঋণ প্রদান করে থাকে। বিদেশে পড়াশোনা শুরু করতে আত্মবিশ্বাস বাড়াতে এমপাওয়ার ফাইনান্সিং শিক্ষার্থীদের শিক্ষাঋণ ছাড়াও বিনা মূল্যে তহবিল ডকুমেন্টেশন, ভিসা নির্দেশিকা ও চাকরি পেতেও সহায়তা করে।

আরও পড়ুন: বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইডিবি-বিআইএসইডব্লিউ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

অনুষ্ঠানে, অর্থায়নের জটিলতা এবং ভিসা আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে শিক্ষার্থীরা ইউএস কমার্শিয়াল সার্ভিস অ্যান্ড ‘এডুকেশনইউএসএ’ এবং এমপাওয়ার ফাইনান্সিংয়ের বিশেষজ্ঞ ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়।

ঢাকায় নিযুক্ত ইউএস কমার্শিয়াল সার্ভিসের সিনিয়র কমার্শিয়াল অফিসার জন ফে বলেন, ‘এমপাওয়ার ফাইনান্সিং বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় তথ্য প্রদান করে তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করছে। এই উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।’

এমপাওয়ারের ডিজিটাল মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডানকান মস বলেন, ‘যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত। এই ইভেন্টের মাধ্যমে, শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক বা ভিসাজনিত সমস্যা যেনো তাদের স্বপ্ন পূরণে বাধা হতে না পারে, সেজন্য সঠিক তথ্য প্রদান করাই এমপাওয়ারের মূল লক্ষ্য।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence