কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকোত্তরের সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যে পড়ুন স্নাতকোত্তরে
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যে পড়ুন স্নাতকোত্তরে  © সংগৃহীত

উচ্চশিক্ষায় অনুন্নত ও নিম্ন মধ্যম আয়ের কমনওয়েলথ দেশগুলোর শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে কমনওয়েলথ।
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন—যা যৌথভাবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো দ্বারা সমর্থিত। এই প্রোগ্রামে আবেদনের শেষ সময় আগামী ১২ ডিসেম্বর ২০২৪।

কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ স্কিম হলো ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের যৌথ উদ্যোগ। এ স্কলারশিপের উদ্দেশ্য হলো যুক্তরাজ্যে অধ্যয়ন করতে সক্ষম নয় কমনওয়েলথভুক্ত এমন উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান।

সুযোগ সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য ১৬,৯০ ব্রিট্রিশ পাউন্ড দেবে;

*মাসিক জীবনযাপন ভাতা হিসেবে ১,৩৭৮  ব্রিটিশ পাউন্ড দেবে;

*থিসিস গ্রান্টের জন্য অনুদান প্রদান করবে;

*200 ব্রিটিশ পাউন্ড ভ্রমণ ভাতা প্রদান করবে;

*বিধবা, তালাকপ্রাপ্ত অথবা একক পিতা বা মাতা হলে প্রথম সন্তানের জন্য প্রতি মাসে ৫৯০ ব্রিটিশ পাউন্ড এবং ১৬ বছরের কম বয়সী দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে ১৪৬ ব্রিটিশ পাউন্ড প্রদান করা হবে।

*বিমান ভাড়া প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটিতে, দেবে ৪০ লাখ টাকা

স্কলারশিপ প্রদানের ছয় বিষয়বস্তু—

*এক্সেস, ইনক্লুশন অ্যান্ড অপর্চুনিটি; 

*প্রোমোটিং ইনোভেশন অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ;

*সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট;

*স্ট্রেঞ্জথেনিং গ্লোবাল পিস, সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স;

*স্ট্রেঞ্জথেনিং হেলথ সিস্টেমস অ্যান্ড ক্যাপাসিটি;

*স্ট্রেঞ্জথেনিং রেসিলিয়েন্স অ্যান্ড রেস্পন্সেস তো ক্রিসেস;

আবেদনের যোগ্যতা—

*কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;

*২০২৫ সালের সেপ্টেম্বর সেশনে যুক্তরাজ্য লেখাপড়া শুরু করার সক্ষমতা থাকতে হবে;

*উচ্চ আয়ের দেশগুলোতে এক বছর বা তার বেশি লেখাপড়া অথবা কাজ করলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না;

*প্রয়োজনীয় সব ডকুমেন্ট নির্ধারিত ফরম্যাটে (যদি থাকে) জমা দিতে হবে;

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ইন্টার্নশিপের সুযোগ বাংলাদেশি স্নাতক পড়ুয়াদের, দেবে সাড়ে ৯ লাখ টাকা

যেসব দেশের জন্য প্রযোজ্য—

বাংলাদেশ, মোজাম্বিক, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, রুয়ান্ডা, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, ক্যামেরুন, এসওয়াটিনি, গাম্বিয়া, ঘানা, গায়ানা, ভারত, কেনিয়া, কিরিবাতি, লেসোথো, মালাউই, তানজানিয়া, উগান্ডা, ভানুয়াতু, জাম্বিয়া।

আবেদন যেভাবে—

অবশ্যই সিএসসি’র অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন করতে হবে। একাধিক কোর্স  অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে। তবে  কেবল একটি স্কলারশিপের প্রস্তাবই গ্রহণ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  


সর্বশেষ সংবাদ