বিকেএসপিতে স্নাতকোত্তর করার সুযোগ, আবেদন শেষ ৩০ মে

১৬ মে ২০২৪, ১২:১২ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
বিকেএসপিতে স্নাতকোত্তর করার সুযোগ

বিকেএসপিতে স্নাতকোত্তর করার সুযোগ © সংগৃহীত

ক্রিকেট বললে এতোদিন যারা বুঝতেন এটি শুধুই খেলা, এখন সেই খেলাই হয়ে যাচ্ছে লেখাপড়ার বিষয়। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপি ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স কোর্সে (অনাবাসিক) শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ক্রীড়াবিজ্ঞানের এ কোর্সে ভর্তি হতে আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারী প্রার্থীদের ৩০ মের মধ্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এসব কোর্সের প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৫০০ টাকা। টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

যেসব বিষয়ে ক্রীড়াবিজ্ঞানে পড়া যাবে
১. এক্সারসাইজ ফিজিওলজি

২. স্পোর্টস সাইকোলজি

৩. স্পোর্টস বায়োমেকানিকস ও

৪. সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি)।

ক্রীড়াবিজ্ঞানে আবেদনের যোগ্যতা
* জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান এবং স্নাতক পরীক্ষার যেকোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা জিপিএ-২.০০ থাকতে হবে

* এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস বায়োমেকানিকস বিষয়ে ভর্তিতে বিজ্ঞানে স্নাতক হতে হবে;

* স্পোর্টস সাইকোলজি বিষয়ে ভর্তিতে স্নাতকে (সম্মান বা পাস) মনোবিজ্ঞান থাকতে হবে;

* সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি) বিষয়ে ভর্তিতে বিপিএড বা এমপিএড থাকতে হবে। অথবা ন্যূনতম বিভাগীয় পর্যায়ের যেকোনো খেলোয়াড়/প্রশিক্ষকদের অগ্রাধিকার প্রদান করা হবে।

দরকারি কাগজপত্র
অনলাইনে আবেদনের সময় যেসব কাগজ সংযুক্ত করতে হবে—

* সংশ্লিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকের (সম্মান বা পাস) সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি;

* জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে গৃহীত মাইগ্রেশন সনদের সত্যায়িত কপি;

* স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রতিষ্ঠানপ্রধানের গৃহীত প্রশংসাপত্র;

* পাসপোর্ট সাইজের পাঁচ কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি;

* চারিত্রিক সনদ ও শিক্ষাবিরতি (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের কপি;

* চাকরিজীবী প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের অনুমতিপত্র।

মনোনীত শিক্ষার্থীদের ভর্তির সময়ে ফির হার
রেজিস্ট্রেশন ও ভর্তি ফি ৫ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা (ফেরতযোগ্য)। মাসে বেতন ৫০০ টাকা।

ভর্তি পরীক্ষা
অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রার্থীদের লিখিত পরীক্ষা ৫ জুন (বুধবার) বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান শাখায় বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলে ওয়েবসাইটে জানানো হবে।

সাক্ষাৎকার কবে
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৪ জুন উপপরিচালকের (ক্রীড়াবিজ্ঞান) অফিসকক্ষে অনলাইনে রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি, মূল সনদসহ সাক্ষাৎ করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে এ লিংকে ক্লিক করুন

আরও বিস্তারিত জানতে এখানে

 
এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬