স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ ইন্দোনেশিয়ার ৭২ বিশ্ববিদ্যায়ের একটিতে

০৯ মার্চ ২০২৪, ০২:৫৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
স্কলারশিপ নিয়ে পড়ুন ইন্দোনেশিয়ার ৭২ বিশ্ববিদ্যায়ের একটিতে

স্কলারশিপ নিয়ে পড়ুন ইন্দোনেশিয়ার ৭২ বিশ্ববিদ্যায়ের একটিতে © সংগৃহীত

দারমাশিশওয়া ইন্দোনেশিয়ান সরকারের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ।আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশীয় সরকার। “দারমাশিশওয়া” স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় ৭২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নের সুযোগ পাবে। আবেদনের শেষ সময় ০৭ এপ্রিল ২০২৪। 

দারমাশিশওয়া স্কলারশিপ সাধারণত ইন্দোনেশিয়ান ভাষা, সংস্কৃতি, হোটেল ম্যানেজমেন্ট ও চারুকলার ওপর দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসের হাতখরচ বাবদ ৬০০ থেকে ১০০০ ইউএস ডলার প্রদান করে থাকে। যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই ইন্দোনেশিয়ার যেকোনো শহরের থাকতে পারে।

এছাড়াও ইন্দোনেশিয়ার প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের রয়েছে নিজস্ব স্কলারশিপের ব্যবস্থা। যেখানে সুযোগ-সুবিধা এবং স্কলারশিপের পরিমাণ বিশ্ববিদ্যালয় ভেদে আলাদা আলাদা।  

১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়া। বর্তমানে দেশটি শিক্ষা, শিল্প, কৃষি তথা সামগ্রিক দিক থেকে উন্নত। ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তাকে বলা হয় এশিয়ার নিউইয়র্ক।

সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
*মাসিক ভাতা প্রদান করবে।  
*জীবনযাপন ভাতা বা লিভিং অ্যালাউন্স। 
*ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষা কোর্স। 
*রাউন্ড-ট্রিপ ইকোনমি বিমান টিকিট। 
*স্বাস্থ্যবিমা। 
*মাসিক গবেষণা ও বই ভাতা দেওয়া হবে। 
*পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীদের গবেষণা প্রকাশনাও থাকবে।

স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন ইন্দোনেশিয়ায়

প্রয়োজনীয় নথি:
* পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি।
* একাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট।
* বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অনুমোদন। 
* রিকমেন্ডেশন লেটার।
* ভাষা দক্ষতার সনদ।( সনদপত্রটি অবশ্যই গত ২ বছরের মধ্যে প্রাপ্ত হতে হবে)।
* মেডিকেল ক্লিয়ারেন্স।
* রিসার্চ প্রপোজাল।
বিশ্ববিদ্যালয় ভেদে নথিপত্রের ভিন্নতা রয়েছে। 

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর-পিএইচডি করুন চীনে, সঙ্গে লাখ টাকা

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাকা-১৯ আসনের এন…
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, কাকে সমর্থন দেবে বিএনপি জোট?
  • ২২ জানুয়ারি ২০২৬
আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬