নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ, সঙ্গে ১০ লাখ টাকা

নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ
নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ  © সংগৃহীত

নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতক এবং স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। এটি নিউজিল্যান্ডের বৃহত্তম, সবচেয়ে ব্যাপক এবং সর্বোচ্চ র্য্যাংঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয় এবং ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। 

প্রতিষ্ঠানটি ১৮৮৩ সালে নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি কনস্টিটিউয়েন্ট কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ এপ্রিল, ২০২৪।

সুযোগ-সুবিধাঃ 
স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ১০,০০০ ডলার পর্যন্ত (বাংলাদেশী টাকায় প্রায় ১০ লাখ টাকা)  প্রদান করা হবে। 

Happy excited beautiful graduate student with a University degree, shows a  victory gesture and is happy. Concept of the graduation ceremonyの素材  [FY310145371193] | ストックフォトのamanaimages PLUS

যোগ্যতাসমূহঃ 
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে ।
* স্নাতকের জন্য মাধ্যমিক বা পোস্ট-সেকেন্ডারি পাশ হতে হবে।
*  স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 
* ইংরেজি ভাষার দক্ষ হতে হবে । 
* একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ 
সাধারণত স্কলারশিপের আবেদনের শেষ তারিখের ছয় সপ্তাহ আগে আবেদনের লিংক উন্মুক্ত করা হয়। অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন অক্সফোর্ড, হার্ভার্ডসহ ১৯ বিশ্ববিদ্যালয়ে, আবেদন শেষ ২৯ ফেব্রুয়ারি

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল এবং অনুষদঃ 
* কলা অনুষদ। 
* সৃজনশীল কলা ও শিল্প অনুষদ।
* শিক্ষা ও সমাজকর্ম অনুষদ।
* প্রকৌশল অনুষদ।
* চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ। 
* বিজ্ঞান অনুষদ। 
* অকল্যান্ড ল স্কুল। 
* গ্রাফটনে মেডিকেল স্কুল ভবনের অংশ। 
* ব্যবসা স্কুল।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ