ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

০৪ নভেম্বর ২০২৩, ১০:২৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
বাংলাদেশি শিক্ষার্থীরা

বাংলাদেশি শিক্ষার্থীরা © সংগৃহীত

স্বপ্নের দেশ যুক্তরাজ্য। বিদেশী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে পড়াশোনার জন্য একটি জনপ্রিয় স্কলারশিপ ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ। এ স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যে মাস্টার্স ডিগ্রী প্রত্যাশীদের সুযোগ দেওয়া হয়ে থাকে। এ বৃত্তি পেলে যুক্তরাজ্যের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রির জন্য অধ্যয়ন করতে পারবেন। 

যুক্তরাজ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ডিগ্রী নিয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের শেভেনিং স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থীকে এ স্কলারশিপ এর আওতায় যুক্তরাজ্যে মাস্টার্স ডিগ্রী অর্জনের সুযোগ দেওয়া হয়। বিশ্বের ১৪৪টি দেশের মেধাবী শিক্ষার্থীরা এ স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় আগামী ৭ নভেম্বর। 
 
শেভেনিং মাস্টার্স স্কলারশিপ ১৯৮৩ সাল থেকে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে যাত্রা শুরু করে।  পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থী ও ভবিষ্যতের নেতৃত্ব দেবেন—এমন যোগ্যতাসম্পন্ন তরুণদের বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ করে দেয় শেভেনিং বৃত্তি। 

এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ পাওয়া যায়। বৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা, নেতৃত্বদানের অভিজ্ঞতা, নিজের দেশ ও সমাজের ওপর ইতিবাচক প্রভাবের দিকে বেশ গুরুত্ব দেওয়া হয়। বৃত্তির মাধ্যমে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শিক্ষার্থীদের দুই বছর কাজের অঙ্গীকার করতে হয়।

সুযোগ-সুবিধা: 
শেভেনিং স্কলারশিপ একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। বাংলাদেশ থেকে ৩৮০ জনেরও বেশি শেভেনিং বৃত্তি পেয়ে যুক্তরাজ্য পড়াশোনা করেছেন।
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* মাসিক বৃত্তি প্রদান করবে। 
* দেশ থেকে যুক্তরাজ্য যাওয়া–আসার ভ্রমণ ব্যয়। 
* যুক্তরাজ্যে পৌঁছানোর পর ভাতা। 
* ভিসা আবেদনের ফি। 
* যুক্তরাজ্যে শেভেনিংয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার জন্য ভ্রমণ ভাতা।

স্বপ্ন যাদের রাশিয়ায় উচ্চশিক্ষার

আবেদন যোগ্যতা:
* আবেদনকারীকে শেভেনিং স্কলারশিপের আওতাভুক্ত দেশের নাগরিক হতে হবে।
* বৃত্তির মাধ্যমে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শিক্ষার্থীদের দুই বছর কাজের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
* নিজ দেশে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
* অন্তত দুই বছর (২৮০০ ঘণ্টা) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* ব্রিটিশ বা ডুয়েল ব্রিটিশ নাগরিক হলে আবেদন করা যাবে না।
* যুক্তরাজ্য সরকারের অর্থায়নে আগে যুক্তরাজ্যে পড়াশোনা করলে আবেদন করা যাবে না।

আরও পড়ুন: স্বপ্ন যাদের রাশিয়ায় উচ্চশিক্ষার, পড়ুন শতভাগ স্কলারশিপে নিয়ে

প্রয়োজনীয় নথিপত্র:
* ইংরেজি ভাষায় দুটি রেফারেন্স লেটার বা সুপারিশপত্র।
* পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র।
* সর্বশেষ পড়া বিশ্ববিদ্যালয়ের সনদ ।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বৃত্তির জন্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভর্তির ‘অফার লেটার’ সংযুক্ত করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচনের পর মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে  ক্লিক করুন 

রাঙ্গামাটির ওয়াটারফ্রন্ট রিসোর্টে প্রাইম ইউনিভার্সিটির বার্…
  • ১৩ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএস ভর্তি, ইচ্ছামত ‘ফি’ হাঁকাচ্ছে মেডিকেল কলেজ
  • ১৩ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ …
  • ১৩ জানুয়ারি ২০২৬
একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির ৫ জরুরি নির্দেশনা
  • ১৩ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে নানা…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9