অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১০:৫৬ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ১১:৫৫ AM
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিতে আবেদন আহ্বান করেছে ব্রিটিশ কাউন্সিল। সাংস্কৃতিক যোগাযোগ ও শিক্ষাগত সুযোগ তৈরি হয় এ অ্যাওয়ার্ডে। দশমবারের মত ব্রিটিশ কাউন্সিল আয়োজন করছে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড প্রোগ্রাম।
আবেদনের শেষ সময়:
২২ অক্টোবর
প্রতিযোগিতার ধরন:
যোগ্য প্রার্থীরা অ্যালামনাই অ্যাওয়ার্ডের জাতীয় ও আন্তর্জাতিক—দুই ক্ষেত্রেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধাসমূহ:
• এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাঁদের আন্তর্জাতিক প্রোফাইল সমৃদ্ধ করতে পারবেন।
• পেশাগত নেটওয়ার্ক বাড়ানোর এবং যুক্তরাজ্য ভ্রমণ করে পেশাগত নেটওয়ার্ক কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
• বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশ তাদের ফাইনালিস্টদের নিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করবে।
নানা ক্ষেত্রে অসামান্য অর্জন ও ইতিবাচক প্রভাবগুলোতে গুরুত্বারোপ করতে সায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি, সোশ্যাল অ্যাকশন এবং বিজনেস অ্যান্ড ইনোভেশন—এ চারটি ক্যাটাগরিতে স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আগামী বছর গ্লোবাল অ্যালামনাই অ্যাওয়ার্ডের ফাইনালিস্ট ও বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ডিজিটাল ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিজয়ীদের গল্প ও সাফল্যের চিত্র সবার সামনে তুলে ধরবে ব্রিটিশ কাউন্সিল।
আবেদন প্রক্রিয়া:-
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন