বিনা খরচে তুরস্কে আন্তর্জাতিক কূটনীতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ

আয়া সোফিয়া
আয়া সোফিয়া  © সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কূটনীতিক সম্মেলনের জন্য আবেদনগ্রহণ শুরু হয়েছে। ১০টি পূর্ণ অর্থায়নে, ১৫টি আংশিক অর্থায়নে এবং ২৫টি স্ব-অর্থায়নে সারা বিশ্ব থেকে মোট ৫০ জন অংশগ্রহণকারী এবারের আয়োজনে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই সম্মেলনের জন্য আবেদন করতে পারবেন যেকোনো বিষয়ে পড়ুয়ারা। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবরের মধ্যে। আবেদনের ফলাফল ১ নভেম্বর প্রকাশ করা হবে। 

ভয়েস ফর রাইটস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন কানাডা আন্তর্জাতিক কূটনীতিক সম্মেলনের আয়োজন করছে। সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কের ইস্তাম্বুলে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। 

সম্মেলনের বিষয়সমূহ—
* যুব নেতৃত্ব
* মাদক শিক্ষা
* কূটনীতিতে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা 

এ ছাড়া সম্মেলনটি আন্তসংস্কৃতি বিনিময়, আত্ম-উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, বিশ্বব্যাপী মিথস্ক্রিয়া ও বন্ধুত্ব, সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্য এবং যুব সম্প্রদায় শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবে। 

কনফারেন্সের মূল আকর্ষণ—
* এ ইভেন্টের সেরা প্রতিনিধিকে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আসন্ন ইভেন্টের জন্য সম্পূর্ণ অর্থায়িত প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হবে
* এই ইভেন্টের অসামান্য প্রতিনিধিদের ২০২৪ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় আসন্ন ইভেন্টগুলোর জন্য আংশিক-তহবিলপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হবে; 

সযোগ-সুবিধাসমূহ—
* যাতায়াতের বিমানভাড়া (শীর্ষ প্রতিনিধিকে প্রদান করা হবে) প্রদান করবে।
* সম্পূর্ণ প্রোগ্রাম ফি মওকুফ করবে।
* স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করবে।
* আবাসনব্যবস্থা প্রদান করবে।
* সনদপত্র।
* খাবার, কনফারেন্স কিট, আশপাশের এলাকা  ভ্রমণের সুযোগ, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, সেলিব্রেশন পার্টি ছাড়াও রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা।

আরও পড়ুন: সিএসপি ফেলোশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সুযোগ

আবেদনের  যোগ্যতা— 
* বয়স ১৬–৩৫ বছর হতে হবে। 
* পর্যবেক্ষকের জন্য বয়স ১৮ বছরের বেশি। 
* যেকোনো বিষয়ের ডিগ্রি শিক্ষার্থী। 
* সামাজিক পরিবর্তনের প্রতি আগ্রহী। 
* যেকোনো স্তরে সামাজিক বা শিক্ষামূলক 
   কর্মকাণ্ডে নিযুক্ত থাকতে হবে। 
* পাসপোর্ট থাকতে হবে। 
* এ ইভেন্টের জন্য আইইএলটিএস বা 
  টোয়েফল ছাড়াই আবেদন করতে পারেন। 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এই লিংকে ক্লিক করুন ।

বিস্তারিত জানতে ক্লিক করুন https://opportunitiescorners.com/international-diplomats-conference-turkey-2023/


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence