স্কলারশিপ নিয়ে গবেষণা ও শিক্ষকতা করুন যুক্তরাষ্ট্রে 

বাংলাদেশিদের জন্য শিক্ষকতা এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র  © সংগৃহীত

বিনামূল্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানে এক শিক্ষাবর্ষে শিক্ষকতা এবং পোস্ট-ডক্টরাল গবেষণা পরিচালনার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম’র আওতায় এ স্কলারশিপ দেওয়া হবে। এ স্কলারশিপ শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ২০২৪-২৫ সালের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করছে। আবেদনের শেষ সময় আগামী ১৬ ডিসেম্বর।

অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি–বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতার কাজ পরিচালনার জন্য এ স্কলারশিপ দেওয়া হবে।

ফুলব্রাইট ভিজিটিং স্কলারের উদ্দেশ্য হলো উচ্চতর ডিগ্রি (পিএইচডি) বা সমমানের পেশাগত ডিগ্রিসম্পন্ন, গভীরভাবে অনুপ্রাণিত এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা পরিচালনা ও শিক্ষকতার প্রস্তাবনা পেশকারী শিক্ষকদের স্কলারশিপ দেওয়া।

সুযোগ-সুবিধা:
• টিউশন ফি দেবে
• বিমানে আসা-যাওয়ার খরচ
• থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি দেবে
• বইপত্র কেনার জন্য ভাতা দেওয়া হবে
• স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা
• ভ্রমণ ও লাগেজ ভাতা 

যারা আবেদন করতে পারবেন:
• এ ফেলোশিপ বাংলাদেশি নাগরিকদের জন্য
• আবেদনকালে সম্ভাবনাময় আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে অবস্থান করতে হবে 
• যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন বা নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন পেতে যাচ্ছেন, এমন আবেদনকারীরা এ অনুদানের জন্য যোগ্য বিবেচিত হবেন না 
• পূর্বে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদানপ্রাপ্ত আবেদনকারীকে অত্যন্ত বিরল কোনো প্রেক্ষাপটে দ্বিতীয়বারের জন্য এ অনুদান দেওয়া যেতে পারে

যোগ্যতা:
অনুদানপ্রার্থীদের অবশ্যই শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। (বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে)। ফুলব্রাইট অনুদানের জন্য বিবেচিত হতে অবশ্যই জীবনবৃত্তান্ত ও শিক্ষকতার জন্য আমন্ত্রণকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত চূড়ান্ত আমন্ত্রণপত্রসহ কোর্সের পাঠ্যক্রম পেশ করতে হবে।

আবেদনপত্রে পছন্দের ক্রমানুসারে কাঙ্ক্ষিত কলেজ–বিশ্ববিদ্যালয়ের নাম এবং পছন্দের যথাযথ যুক্তি উল্লেখ করতে হবে। ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। 

আরো পড়ুন: সিএসপি ফেলোশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সুযোগ

প্রয়জনীয় নথিপত্র:
•পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি
• তিনটি সুপারিশপত্র
• আমন্ত্রণকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত চূড়ান্ত আমন্ত্রণপত্র
• জীবনবৃত্তান্ত

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আবেদন সম্পর্কিত সব নথিপত্রও অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে। 

আবেদন এবং বিস্তারিত জানতে করতে ক্লিক করুন লিংকে (https://bd.usembassy.gov/30535/)। আরও বিস্তারিত জানতে ঢাকার আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানার ই–মেইলে (sultanaR1@state.gov) যোগাযোগ করা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence