মাস্টার্স-পিএইচডি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এডিবি

মাস্টার্স-পিএইচডি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এডিবি
মাস্টার্স-পিএইচডি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এডিবি  © সংগৃহীত

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য ইন্টার্নশিপের সুযোগে দিচ্ছে এডিবি। স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীদের দুই থেকে আড়াই মাসের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এডিবির অফিসিয়াল ওয়েসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

এডিবির যেকোনো দেশের নাগরিকেরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর।

সুযোগ-সুবিধাসমূহ
ইন্টার্নশিপের আওতায় শিক্ষার্থীদের বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাথে এবং বিশ্বের ৫০টি দেশের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ প্রদান করা হবে। এছাড়া এই ইন্টার্নশিপের কারণে এডিবি যে কাজগুলো করে, সেই উন্নয়নসংশ্লিষ্ট কাজগুলো বুঝতে সুবিধা হবে এবং  এডিবির গবেষণামূলক কাজের সঙ্গে পরিচিতি ঘটবে ইন্টার্নদের।

যোগ্যতাসমূহ
(১) সদস্যদেশের যে শিক্ষার্থীরা মাস্টার্স বা পিএইচডি শুরু করেছেন, তারা এই ইন্টার্নশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন;

২) ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

বাছাই প্রক্রিয়া
যোগ্য যে কেউ এডিবি ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট সিস্টেমে (এসিইএস) গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। প্রার্থীরা যে কেউ নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টের বিষয় বেছে নিতে পারবেন। এসিইএসে আবেদন করার সময় নিজেদের বায়োডাটা তৈরি করতে হবে। এর সঙ্গে প্রশ্নের উত্তরও লিখতে হবে। আর সিভি, প্রশ্নের উত্তরগুলোসহ সব ডকুমেন্ট আপলোড করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। 

• সময়ের মধ্যেই আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গৃহীত হবে না। যান্ত্রিক জটিলতার কারণে শেষ তারিখের আগেই আবেদন করার জন্য প্রার্থীদের উৎসাহিত করে এডিবি।
• আবেদনের পুরো প্রক্রিয়া শিক্ষার্থী অনুসরণ করছেন কি না, একাডেমিক ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা, উন্নয়নকাজে আগ্রহ, শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াসহ কয়েকটি বিষয় ইন্টার্নশিপের জন্য মূল্যায়ন করে এডিবি। 

আরও পড়ুন: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করুন বিনামূল্যে

ইন্টার্নশিপ কত দিনের
এডিবির ইন্টার্নশিপ ৮–১১ সপ্তাহের জন্য।

বছরে দুবার ইন্টার্নশিপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে এডিবি।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য, এডিবি ইন্টার্নশিপের জন্য বছরে দুইবার আবেদন আহ্বান করে থাকে। এ বছরের প্রথম ব্যাচের ইন্টার্নশিপের জন্য আবেদন শেষ হয়েছে। এ ব্যাচে যাঁরা ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, তাদের কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে। এ বছরের দ্বিতীয় ব্যাচে আবেদন শুরু হয়েছে ১৫ জুলাই থেকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence