ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, আবেদন অনলাইনে

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ
ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদি  পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ব্রুনাইয়ের দারুস সালাম বিশ্ববিদ্যালয়। ‘ব্রুনাই দারুস সালাম গভমেন্ট স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

দারুস সালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে ব্রুনা্ইয়ের বন্দর সেরি বেগাওয়ানে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। গবেষণার মানে সারা বিশ্বে কিউএস র‌্যাংকিংয়ে ৩২৩ তম স্থানে রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ:
শিক্ষার্থীরা নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
 
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের ৫০০ ব্রুনাই ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪০ হাজার টাকা) প্রদান করা হবে। 
* ক্যাম্পাসে বিনা খরচে আবাসন সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
* বার্ষিক বই ভাতা প্রদান করা হবে।
* প্রতিমাসে খাবার ভাতা প্রদান করা হবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশিদের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড

আবেদনের যোগ্যতা:
* স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
* প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 
* আবেদনকৃত প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। 
* ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে, যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন।
* ডিগ্রী অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে।

প্রয়োজনী নথিপত্র:
* আবেদনকারীর সিভি।
* আবেদনকারীর পাসপোর্ট
* রেফারেন্স লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* স্টেটমেন্ট অব পারপাজ।
* রিসার্চ প্রপোজাল।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন https://apply.ubd.edu.bn/orbeon/uis-welcome/forms/master-research/   
বিস্তারিত জানতে ক্লিক করুন https://apply.ubd.edu.bn/orbeon/uis-welcome/


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence