ইউআইইউতে ইউরোপে উচ্চশিক্ষা বিষয়ক সিম্পোজিয়াম

ইউআইইউতে ইউরোপে উচ্চশিক্ষা বিষয়ক সিম্পোজিয়াম
ইউআইইউতে ইউরোপে উচ্চশিক্ষা বিষয়ক সিম্পোজিয়াম  © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ইউরোপে উচ্চশিক্ষা বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) রাত ৮ টায় অনলাইন প্লাটফর্মে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। 

ইউনাইটেড ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড কোঅপারেশনের স্টুডেন্ট’স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সোসাইটি এই সিম্পোজিয়ামের আয়োজন করে। তাদের আয়োজনে সহযোগিতা করে ইরাসমাস মুন্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ।

সেখানে  মূল প্রবন্ধ স্পীকার ছিলেন ইরাসমাস স্কলার পিক্সনেট এর অ্যালামনাই ও মুন্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাকিব রায়হান। অপরদিকে দ্বিতীয় বক্তা ছিলেন ইরাসমাস স্কলার এমএআইএ প্রোগ্রামে অধ্যায়নরত মোহাম্মদ ইমরান হোসেইন। 

প্রোগ্রামটিতে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ সম্পর্কে ধারনা দেয়া হয়, এছাড়া আবেদন এর সময়কাল, আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়াসহ স্কলারশিপ এর প্রতিটি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্কলারশিপ লাভের পরে ভিসা সংক্রান্ত জটিলতা, এম্ব্যাসি ফেইস করা, ইউরোপের লাইফ সর্ম্পকেও প্রশ্নের উত্তর দেন বক্তারা। অনু্ষ্ঠানটিতে উচ্চশিক্ষাগ্রহণে ইচ্ছুক বিভিন্ন দেশের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ