এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়

এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়
এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ার সুযোগ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

প্রায় এক হাজার বিদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন। কিছু শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ের বিদেশি শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এই বৃত্তির জন্য বিবেচ্য হবেন, আলাদা করে আবেদনের প্রয়োজন হবে না।

শর্তাবলি

১.  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে

২. অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট) হওয়া চলবে না

৩. মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে স্নাতক কোর্সের জন্য শর্তহীন অফার পেয়েছেন এমন হতে হবে

৪. উচ্চমাধ্যমিকে ভালো ফল থাকতে হবে

৫. এর আগে স্নাতক কিংবা সমমানের কোনো কোর্সে পোড়াশোনা করে থাকলে হবে না

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, থাকছে উপবৃত্তিও

সুযোগ–সুবিধা: 

১. স্নাতক ডিগ্রির প্রথম বছরে ১০,০০০ ডলার টিউশন ফি মওকুফ

২. স্নাতক ডিগ্রির তিন বছরের মেয়াদের জন্য ৫০ শতাংশ ফি মওকুফ

৩. স্নাতক ডিগ্রির তিন বছরের মেয়াদের জন্য ১০০ শতাংশ ফি মওকুফ

বিস্তারিত জানতে এবং আবেদন করতে: scholarships.unimelb.edu.au


সর্বশেষ সংবাদ