ফেলোশিপ নিয়ে পোস্ট ডক্টরাল করুন জার্মানিতে

ফেলোশিপ নিয়ে পোস্ট ডক্টরাল করুন জার্মানিতে
ফেলোশিপ নিয়ে পোস্ট ডক্টরাল করুন জার্মানিতে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে জার্মানিতে পোস্ট ডক্টরাল ডিগ্রি এবং অভিজ্ঞ গবেষকদের গবেষণা কাজ পরিচালনার সুযোগ দিচ্ছে হামবোল্ট রিসার্চ ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের খরচ বহন করে থাকে। বাংলাদেশসহ অন্যান্য  সকল দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন দ্বারা অর্থায়িত হয়ে থাকে। সারা বিশ্ব থেকে পোস্টডক্টরাল ডিগ্রি গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের এবং উচ্চ যোগ্যতা সম্পন্ন গবেষকদের স্পন্সর করে থাকে এ ফেলোশিপ।  

সুযোগ-সুবিধা:   
•  গবেষণা স্পন্সরশীপ থেকে পোস্টডক্টরাল ডিগ্রি অর্জনের সুবিধা।
•  বিনামূল্যে গবেষণা পরিচালনার সুযোগ।  
• পোস্টডক্টরাল ডিগ্রির জন্য প্রতি মাসে ২ হাজার৬৭০ ইউরোপিয়ান ডলার প্রদান করা হবে।(বাংলাদেশি টাকায় তিন লাখ টাকা।
• গবেষণা কাজ পরিচালনার জন্য প্রতি মাসে ৩ হাজার ১৭০ ইউরোপিয়ান ডলার প্রদান করা হবে।(বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ টাকা।
• ব্যক্তিগত সমর্থন।
• শিশুদের এবং বৈবাহিক অংশীদারদের জন্য পারিবারিক সুবিধা, ব্যক্তিগত পূর্ণ স্বাস্থ্য বীমার জন্য ভর্তুকি এবং ভ্রমণ খরচের জন্য ভাতাসহ আরও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন: ইউকে কমনওয়েলথ ফেলোশিপ: নেই বয়সের বাঁধা, প্রয়োজন নেই আইএলটিএস

প্রয়োজনীয় নথিপত্র:  
নিম্নলিখিত নথিগুলি অনলাইনে আপলোড করার পরেই আপনি আপনার আবেদন জমা দিতে পারবেন।  
• জীবনবৃত্তান্ত (দুই পৃষ্ঠা সর্বাধিক)
• গবেষণার রূপরেখা (পাঁচ পৃষ্ঠা সর্বাধিক)
• আপনার প্রকাশনার সম্পূর্ণ তালিকা
• নির্বাচিত মূল প্রকাশনার তালিকা
• মূল প্রকাশনা
• ডক্টরেট ডিগ্রির সনদপত্র  

যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে:  
(১) প্রতিবছর বিশ্বের অসংখ্য গবেষক এই ফেলোশিপের জন্য আবেদন করে থাকে। তাই আপনাকে  নির্ধারিত সময়ের আগেই পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় কোনো অতিরিক্ত  নথি যদি থাকে তা পাঠিয়ে দিতে হবে। আবেদন-প্রক্রিয়া সাধারণত চার থেকে আট মাসের মধ্যে সম্পন্ন করা হয়। অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্রগুলো প্রক্রিয়া করতে বেশি সময় নেয় এবং প্রায়ই পরবর্তী নির্বাচন কমিটির বৈঠকে আবেদনগুলো স্থগিত করা হয়। তাই কোনো ভুল করা যাবে না। সাধারণত ফেলোশিপের আবেদনগুলি পর্যালোচনা করার জন্য নির্বাচন কমিটি প্রতি মার্চ, জুলাই এবং নভেম্বর মাসে  মিলিত হয়। 

(২) আপনার আবেদন সফল হলে, আপনি নির্বাচিত হওয়ার ২ থেকে ১২ মাসের মধ্যে আপনার ফেলোশিপ শুরু করতে পারবেন। আর আপনার আবেদন ব্যর্থ হলে, তারা তাদের সিদ্ধান্তের কারণগুলো আপনাকে ই-মেইল করে দেবে। নির্বাচিত হওয়ার সাধারণত প্রায় পাঁচ সপ্তাহ পরে আপনি এবং আপনার হোস্ট আপনার আবেদনের ফলাফলসহ একটি চিঠি পাবেন। ফলাফলে সন্তুষ্ট না হলেও সিদ্ধান্ত আপিল করা যাবে না। তবে যেসব কারণে বাদ পড়েছেন, সেই সব বিষয়ে উন্নতি করে আবারও আবেদন করতে পারবেন। কিন্তু পুনরায় আবেদন করার আগে ন্যূনতম ১৮ মাস অপেক্ষা করতে হবে।

আবেদন প্রক্রিয়া:  
জার্মান ভাষার প্রশংসাপত্র (প্রয়োজন সাপেক্ষে) অনলাইন আবেদন সম্পূর্ণ হওয়ার একটি নিশ্চিতকরণ বার্তা আপনার ইমেইলে প্রেরণ করা হবে। আপনার নথিগুলি পর্যালোচনা করার পরে, তারা আপনাকে প্রত্যাশিত নির্বাচনের তারিখ সম্পর্কে অবহিত করবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে
 
হামবোল্ট রিসার্চ ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence