এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ, জুনে শেষ আবেদন

০৬ এপ্রিল ২০২৩, ০২:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ

এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। “গ্লোবাল অনলাইন ডিস্ট্যান্স লার্নিং স্কলারশিপ” এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ এডিনবার্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত আরও কয়েকটি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ জুন।

ইউরোপের দেশ স্কটল্যান্ড। ছোট হলেও ইতিহাসের কালক্রমে আধুনিক বিশ্বে দেশটির বিরাট প্রভাব রয়েছে। স্কটিশ উদ্ভাবকরা শিল্প-বিপ্লবকে চালিত করে এমন প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রেখেছেন। সেখানকার দার্শনিকেরা গণতন্ত্র, মুক্তবাক, লিঙ্গ ও সামাজিক সমতাসহ বেশকিছু রাজনৈতিক মতাদর্শ গঠনে সহায়তা করেছেন। সব মিলিয়ে স্কটল্যান্ড একাডেমিক গবেষণা ও নতুনত্বের অন্যতম একটি কেন্দ্র। আর তাইতো ইউরোপে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দ স্কটল্যান্ড।

এডিনবার্গ বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের সবচেয়ে সেরা এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। চারুকলা, মানবিক এবং কম্পিউটার বিজ্ঞানের কোর্সে এর সুখ্যাতি রয়েছে।

সুযোগ-সুবিধাসমূহ:
সকল ধরনের টিউশন ফি মওকুফ করা হবে এবং এটি প্রোগ্রামের সময়সীমা অনুযায়ী চলমান থাকবে। 

41450656-2082186735137254-3253038999136108544-n (1)

আবেদনের যোগ্যতা:
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
• বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে লগ ইন করুন এখানে https://www.myed.ed.ac.uk/myed-progressive/

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.ed.ac.uk/student-funding/postgraduate/e-learning/online-masters 

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬