আইইএলটিএস ছাড়াই ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৫:১৮ PM , আপডেট: ০১ মার্চ ২০২৩, ০৫:১৮ PM
পশ্চিম ইউরোপের একটি দেশ ফ্রান্স। বিজ্ঞান ,শিক্ষা, প্রযুক্তি এবং সংস্কৃতিতে সমৃদ্ধ এদেশের খ্যাতি ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। উন্নত জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি ও মানসম্মত সময়োপযোগী শিক্ষার পরিবেশ থাকায় উচ্চশিক্ষা লাভের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে ইউরোপের এই দেশ। তাই প্রতি বছর প্রচুর বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে পাড়ি জমাচ্ছে ফ্রান্সে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং ফান্ডিং প্রোগ্রামের কারণে সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যয়নের গন্তব্য হিসেবে অন্যতম ফ্রান্স। এর মধ্যে কিছু বৃত্তি আইইএলটিএস ছাড়াই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে।
২০২৩ সালে যারা ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি এবং প্রক্রিয়া দুইটিই শুরু করেছেন কিন্তু ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণে আইইএলটিএস নিয়ে হয়তো পিছিয়ে পড়ছেন অনেকে। তবে তাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে দেশটিতে। চলতি বছর ফ্রান্সের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার জন্য আবেদন করা যাবে।
ফ্রান্সসহ ইউরোপের বেশির ভাগ দেশেই ব্যাচেলর পর্যায়ে বৃত্তি পাওয়ার সুযোগ কম। তবে ফ্রান্সে বর্তমানে মাস্টার্স ও পিএইচডি ছাড়াও ব্যাচেলরের ক্ষেত্রেও বৃত্তি দেওয়া হচ্ছে। ফরাসি সরকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও জনহিতকর সংস্থার সঙ্গে মিলে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট দ্বিপক্ষীয় ব্যবস্থার অধীনে আইইএলটিএস ছাড়া ফ্রান্সে পড়াশোনা করতে পারে।
চলুন জেনে নেওয়া যাক আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে অধ্যয়নের করা যায় ফ্রান্সের এমন জনপ্রিয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম
• আমেরিকান বিজনেস স্কুল, প্যারিস
• ইবিএস প্যারিস
• ইপিআইটিএ গ্র্যাজুয়েট স্কুল অব কম্পিউটার সায়েন্স
• ইএসএআইপি স্কুল অব ইঞ্জিনিয়ার্স
• ইএসসি রেনেস স্কুল অব বিজনেস, ফ্রান্স
• ইএসজিসিআই, প্যারিস
• ইএসএলসিএ বিজনেস স্কুল
• আইইএসএ ইন্টারন্যাশনাল
• আইএনএসইইসি বিজনেস স্কুল
• আইএসসি প্যারিস
• এনইওএমএ বিজনেস স্কুল
• প্যারিস স্কুল অব বিজনেস
• এসকেইএমএ বিজনেস স্কুল
• টৌলৌসে বিজনেস স্কুল
উল্লেখ্য, আইইএলটিএস বা ইংরেজি দক্ষতার প্রমাণপত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো অনেক দেশে প্রয়োজন হলেও ফ্রান্সের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যাবশ্যকীয় না। তবে এ ক্ষেত্রে আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোন ভাষায় শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন তার প্রমাণপত্র (এমওআই) জমা দিতে হবে।