চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষা গ্রহণ করুন চীনে 

২৮ নভেম্বর ২০২২, ০৭:১৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চীন সরকারের চাইনিজ গভর্মেন্ট স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/ সিনিয়র স্কলার প্রোগামের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে। রবিবার (২৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদনের শেষ সময়  ১৭ ডিসেম্বর ২০২২। 

সুযোগ সুবিধাসমূহ: 
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
• আবাসন সুবিধা প্রদান করবে । 
• উপবৃত্তি হিসেবে স্নাতকে প্রতি মাসে CNY ২,৫০০ (বাংলাদেশী টাকায় প্রায় ৩৭ হাজার টাকা) প্রদান করবে।  
   স্নাতকোত্তরে প্রতি মাসে CNY ৩,০০০ (বাংলাদেশী টাকায় প্রায় ৪৪ হাজার টাকা) প্রদান করবে এবং পিএইচডিতে 
   প্রতি মাসে CNY ৩,৫০০ (বাংলাদেশী টাকায় প্রায় ৫২হাজার  টাকা) প্রদান করবে।
• চিকিৎসা বীমা প্রদান করবে। 

আবেদনের যোগ্যতা: 
বয়সের শর্তসমূহ, 
১. স্নাতক: সর্বোচ্চ ২৫ বছর
২. স্নাতকোত্তর: সর্বোচ্চ ৩৫ বছর
৩. পিএইচডি: সর্বোচ্চ ৪০ বছর
৪. জেনারেল স্কলার প্রোগামের জন্য: সর্বোচ্চ ৪৫ বছর
৫. সিনিয়র স্কলার প্রোগামের জন্য: সর্বোচ্চ ৫০ বছর

প্রয়োজনীয় নথি: 
• জীবন বৃত্তান্ত।
• জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট এর কপি। 
• মোটিভেশনাল লেটার। 
• মেডিকেল সার্টিফিকেট।
• অনলাইন আবেদনপত্র।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• রিকমেন্ডেশন লেটার।
• স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
• গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তর)।
• ভাষা দক্ষতার সনদ। (আইইএলটিএস বা টোফেল) ।
• পুলিশ ক্লিয়ারেন্স। 

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করতে হবে । তবে অনলাইন আবেদন এর পাশাপাশি যাবতীয় নথি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আবেদন বিবেচনা করা হবে না।

চীন সরকারের কাছে আবেদন করতে ক্লিক করুন  https://www.campuschina.org/  
বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে ক্লিক করুন http://202.72.235.210/scholarship/cscchina/। (এই লিংক আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে)। 

আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ০৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের ওপর প্রেরক, প্রাপক, আবশ্যিকভাবে ID/Tracking Number এবং প্রোগ্রামের নাম (স্নাতক/ স্নাতকোত্তর/ডক্টরাল/ নিউক্লিয়ার এনার্জেটিকস) উল্লেখ করতে হবে। হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ১৮ ডিসেম্বর ২০২২, বিকেল ৩টা। ২ নম্বর গেট ব্যতীত অন্য কোনো গেটে আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হলো।

বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.campuschina.org/content/details3_74776.html

গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ৮ দিনই ছুটির সুযোগ সরকারি চাকরিজী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬