স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে

মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি
মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। ‘গ্লোবাল এক্সিলেন্স এবং মোবিলিটি স্কলারশিপ ( জিইএমএস)’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। পিএইচডি প্রোগ্রামটি প্রথম ২৭ মাস মোনাশ ইউনিভার্সিটির মালয়েশিয়ার ক্যাম্পাসে এবং পরবর্তী ১২ মাস  অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে পরিচালিত হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২২।
 
মোনাশ ইউনিভার্সিটি হল মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ক্যাম্পাস রয়েছে, যার মধ্যে চারটি ভিক্টোরিয়ায় এবং একটি মালয়েশিয়ায় অবস্থিত।

আরও পড়ুন: ৩২ শতাংশ স্কুলশিক্ষকের প্রশিক্ষণ নেই

সুযোগসুবিধাসমূহঃ 
• সম্পূর্ণ বিনাবেতনে অধ্যায়নের সুযোগ। 
• জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রথম ২৭ মাস  মালয়েশিয়া থাকাকালীন প্রতি মাসে ২৮০০  
        রিঙ্গিত (বাংলাদেশী টাকায় প্রায় ৬০ হাজার টাকা) প্রদান করা হবে। 
• দ্বিতীয় ১২ মাস অস্ট্রেলিয়া থাকাকালীন প্রতি মাসে ৭০০০ রিঙ্গিত (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)  
        প্রদান করা হবে। 
• মালয়েশিয়া থেকে প্রোগ্রাম শেষ করে অস্ট্রেলিয়া যাওয়ার সময় আলাদা ভ্রমণ ভাতা প্রদান করবে।

যোগ্যতাসমূহঃ 
• স্নাতকোত্তর ডিগ্রীধারি হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে এবং  প্রতিটি 
        সেকশনে অন্তত ৬.০ করে থাকতে হবে।
• প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। 

প্রয়োজনীয় নথিঃ 
• জীবন বৃত্তান্ত।
• পাসপোর্ট এবং ছবি।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশীট।
• ভাষা দক্ষতার সনদপত্র। 
• দুইটি রেফারেন্স লেটার। 
• স্টেটমেন্ট অব পারপাস।
• রিসার্চ প্রপোজাল। 
• আপনি কেন GEMS প্রোগ্রামের জন্য উপযুক্ত বলে মনে করেন, তার ব্যক্তিগত বিবৃতি (300 শব্দ)। 

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 
https://www.monash.edu.my/research/support-and-scholarships/gems-scholarship?fbclid=IwAR1eqBpm_K_z0T_CCYdioVISc54vfwuuzc7oaFQp_JSm-tcx6GcQi7-OFnc#topics


সর্বশেষ সংবাদ