ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর করুন সুইডেনে
- সাগর হোসেন
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১২:১৭ AM , আপডেট: ১৯ নভেম্বর ২০২২, ১২:১৭ AM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইডেনের কেটিএইচ রয়েল ইনস্টিটিউট এন্ড টেকনোলজি। বাংলাদেশসহ যেকোনো নন-ইউরোপীয়ান দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ১৬ জানুয়ারি ২০২৩ এ।
কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সুইডেনের বৃহত্তম এবং প্রাচীনতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি সুইডেনের স্টকহোমে অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল ১৮২৭ সালে। এটি ইউরোপের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি এবং বুদ্ধিবৃত্তিক প্রতিভা এবং উদ্ভাবনের মূল কেন্দ্র।
আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে হাঙ্গেরিতে উচ্চশিক্ষা
সুবিধাসমূহ:
• টিউশন ফি প্রদান করা হবে।
• নন-ইউরোপীয়ান যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আবেদনের যোগ্যতা:
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• ২য় বছরের স্কলারশিপের জন্য অবশ্যই ১ম বছরে সন্তোষজনক ফলাফল অর্জন করতে হবে।
• কেটিএইচ স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
• ইংরেজী দক্ষতা প্রদর্শন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন পদ্ধতি জানতে ক্লিক করুন
https://www.kth.se/en/studies/master/general/how-to-apply-for-masters-studies-1.68487
বিস্তারিত জানতে ক্লিক করুন
https://www.kth.se/en/studies/master/general/scholarships/kth-scholarship-1.72827