আমেরিকার আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করে জিতুন দুইলক্ষ টাকা 

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:২২ PM
আমেরিকার আর্ট এক্সিবিশন

আমেরিকার আর্ট এক্সিবিশন © সংগৃহীত

বার্ষিক আন্তর্জাতিক আউটডোর জুরিড আর্ট এক্সিবিশনের জন্য চিত্র শিল্পীদের 'শিল্পকর্ম' জমা দেওয়ার আহবান জানিয়েছে আমেরিকার অ্যামব্রেসিং আওয়ার ডিফারেন্স (EOD)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিল্পীরা এই আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারবে। আমেরিকার ফ্লোরিডার ডাউনটাউন সারাসোটার বেফ্রন্ট পার্কে এক্সিবিশনটি অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময় ৫ অক্টোবর ২০২২। 

অ্যামব্রেসিং আওয়ার ডিফারেন্স (EOD) মনে করে, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পীদের রয়েছে একটি শক্তিশালী হাতিয়ার। শিল্পীরা একটি শব্দও উচ্চারণ না করে, সমাজকে আলোকিত করতে পারে, শিক্ষিত করতে পারে এবং বিশ্বজুড়ে পরিবর্তনকে প্রভাবিত করতে পারে। এই উদ্যোগ শিল্পীদেরকে এমন একটি সমাজ তৈরিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায় যেখানে বৈচিত্র্যকে আলিঙ্গন করা হয়। 

পুরষ্কারঃ
মোট $৬০০০ মার্কিন ডলার তিনটি পৃথক পুরস্কারের আকারে উপস্থাপন করা হবে। 

(১) বেস্ট-ইন-শো অ্যাডাল্ট এর জন্য $2,000। (২) বেস্ট-ইন-শো স্টুডেন্ট এর জন্য $2,000।
(৩)পিপলস চয়েস এর জন্য $2,000 । 

পিপলস চয়েস" পুরস্কারটি প্রদর্শনীর দর্শকদের দ্বারা নির্ধারিত হবে। 


থিমঃ বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির মাধ্যমে জীবনকে সমৃদ্ধ করা। 

আবেদনের যোগ্যতা
(১) জমাকৃত শিল্পকর্মটি অবশ্যই ডিজিটাল ফাইল এবং অনুভূমিক হতে হবে। 
(২) ডিজিটাল ফাইলটি অবশ্যই কমপক্ষে ৩০০ ডিপিআই- হতে হবে (JPG, JPEG, PDF or PNG)। 
(৩) উচ্চ রেজোলিউশনের ছবি হতে হবে। 
(৪) এক্সিবিশনের থিম সম্পর্কে একটি সংক্ষিপ্ত  “শিল্পী বিবৃতি” জমা দিতে হবে৷ ( ২০০ শব্দের বেশী হতে হবে)। 
(৫) ডিজিটাল আর্ট অবশ্যই কমপক্ষে 12.8" (325.12 মিমি) চওড়া 8.8" (223.52 মিমি) উচ্চতার হতে হবে। 

আবেদন পদ্ধতি
আবেদনের জন্য কোন জমা এন্ট্রি ফি নেই। 

এক্সিবিশন সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন https://www.embracingourdifferences.org/submit-art-2023-exhibit/

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬