বিনামূল্যে থাইল্যান্ডে উচ্চশিক্ষা © সংগৃহীত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় সিরিন্দহর্ন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজিতে (SIIT) স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। ‘এস.আই.আই.টি থাইল্যান্ড স্কলারশিপ-২০২২ ‘এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২২।
সুযোগ-সুবিধাসমূহ
থাইল্যান্ড সরকার স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সমস্ত খরচ বহন করবে।
যোগ্যতাসমূহ
প্রয়োজনীয় নথিপত্র
সেমিস্টার
এস.আই.আই.টিতে ( SIIT) প্রতি বছর দুইটি সেমিস্টার হয়ে থাকে।
ইংরেজি দক্ষতা পরীক্ষার কোনো শংসাপত্র না থাকলেও আবেদনকারী অনলাইন আবেদনের জন্য আবেদন করতে পারেন।
যে যে বিষয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে
(১) বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/বায়োকেমিস্ট্রি
(২)কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/রসায়ন
(৩) সিভিল ইঞ্জিনিয়ারিং
(৪) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স
(৫) প্রকৌশল ব্যবস্থাপনা
(৬) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
(৭) শক্তি প্রকৌশল/ব্যবস্থাপনা
(৮) প্রকৌশল ব্যবস্থাপনা
(৯) এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/বিজ্ঞান/প্রযুক্তি/ব্যবস্থাপনা
(১০) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং লজিস্টিকস ম্যানেজমেন্ট
(১১) ডিজিটাল ইঞ্জিনিয়ারিং
(১২) লজিস্টিকস এবং সাপ্লাই চেইন সিস্টেম ইঞ্জিনিয়ারিং
(১৩) ব্যবস্থাপনা প্রযুক্তি
(১৪) উপাদান প্রকৌশল/বিজ্ঞান/প্রযুক্তি
(১৫) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
(১৬) এমবেডেড সিস্টেমের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আবেদন প্রক্রিয়া:
এস.আই.আই.টিতে (SIIT) স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।