দেশের শিক্ষার্থীদের জন্য ইউরোপীয় শিক্ষাবৃত্তির বিষয়ে রোডশো ইইউ’র

১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:০২ AM
রোববার থেকে ইরাসমাস+ স্কলারশিপ রোডশো শুরু হয়েছে

রোববার থেকে ইরাসমাস+ স্কলারশিপ রোডশো শুরু হয়েছে © টিডিসি ফটো

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইরাসমাস+ কর্মসূচীর আওতায় বাংলাদেশী শিক্ষার্থীদের ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামের মতো বিভিন্ন প্রগ্রামে ভর্তির সুযোগ সম্পর্কে জানাতে বা অবহিতকরনে ইরাসমাস+ স্কলারশিপ রোডশো শুরু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ‌্যালয়ে এই রোড শো শুরু হয়েছে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন বাংলাদেশে (এআইইউবি) ‘ইনফরমেশন সেশন অন ইরাসমাস+ অপর্চুনিটিজ’ শিরোনামে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃক আয়োজিত স্কলারশিপ বিষয়ে এক অবহিতকরণ অনুষ্ঠানে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধি প্রধান চার্লস হোয়াইটলি আনুষ্ঠানিকভাবে এ রোডশো উদ্ভোধন করেন ।

আগামি ২৭ সেপ্টেম্বরের মধ‌্যে সারা দেশে ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ‌্যালয়ে এই রোডশো অনুষ্ঠিত হবে। আগামি ২৬ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ‌্যালয়ে এই রোডশো বিষয়ে আরেকটি ‘ইনফরমেশন সেশন অন ইরাসমাস+ অপর্চুনিটিজ’ অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: পিআইবিতে স্নাতকোত্তর ডিপ্লোমা ভর্তি: আবেদন শুরু ১১ সেপ্টেম্বর

ইরাসমাস+ অপর্চুনিটিজ এর আওতায় শিক্ষার্থীরা ইইউ এর সম্পূর্ণ অর্থায়নে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবে। পাশাপাশি স্নাতক ডিগ্রি অর্জনের পর যৌথ, দুই বা ততোধিক ডিগ্রি অর্জনের সুযোগ পাবে। এ ছাড়া  international Credit Mobility (ICM), and Capacity building of higher education (CBHE) action   নামে দুইটি প্রোগ্রামেও অংশগ্রহণ করতে পারবেন।

স্কলারশিপ বিষয়ে বিস্তারিত তথ্য ইরাসমাস+ প্রোগ্রামের ওয়েবসাইট https://erasmus-plus.ec.europa.eu/ ও বাংলাদেশে ইউরোপীয়ান ডেলিগেশনের ফেইসবুক পেইজে https://www.facebook.com/EUinBangladesh পাওয়া যাবে।

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন ইরাসমাস+-এর মতো একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রামের লক্ষ‌্য হলো ব‌্যাক্তি পর্যায়ে বিনিময়ে উৎসাহ প্রদান করা, যা গেম-চেঞ্জার হিসেবে কাজ করতে পারে।

ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে ২০২১-২০২৭ মেয়াদে বরাদ্দ বাড়িয়ে ২৬ দশমিক ২ মিলিয়ন পাউন্ড করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি ইইউকে নতুন নতুন উদ্যোগে সহযোগিতা প্রদান ও আরও বেশি সংখ্যক অংশগ্রহণকারীদের আকর্ষণ করতে সক্ষম করেছে। বাংলাদেশসহ সারাবিশ্বে দক্ষ ও সামাজিক কর্মকান্ডে জড়িত জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।

তিনি আরো বলেন, ইরাসমাস+ স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যত গঠনে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। ইরাসমাস+ বাংলাদেশী সুবিধাভোগীদের স্থিতিস্থাপকতা তৈরি করতে, পরিবর্তিত বৈশ্বিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে, নতুন সুযোগ কাজে লাগাতে এবং ইউরোপ ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী হতে সাহায্য করে।

উল্লেখ‌্য, এ বছর বাংলাদেশের ১৫১ শিক্ষার্থী ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে। মোট শিক্ষার্থী বিবেচনায় এই শিক্ষাবৃত্তি প্রাপ্তির দিক থেকে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন শহরের পছন্দসই বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স, প্রকৌশল, জলবায়ু পরিবর্তন, জেন্ডার স্টাডিজ, সার্কুলার ইকোনমি, জনস্বাস্থ্য, জননীতি, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে মাস্টার্স করার সুযোগ পাবেন।

জামায়াতসহ ১১ দলের জরুরি বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন আরও সাত প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ২০ জান…
  • ১৫ জানুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলনে ডাক ক্রিকেটারদের
  • ১৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9