এবার দুর্গাপূজার মণ্ডপ বাড়ছে, শুভ মহালয়া আজ

২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ AM
মহালয়া

মহালয়া © সংগৃহীত

বাংলার আকাশ-বাতাসে আবারও ভেসে বেড়াচ্ছে ঢাকের আওয়াজ, কাশফুলে ছেয়ে গেছে নদীর ধারে ধারে। শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে মহালয়ার দিন। আজ রোববার, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্য সূচনা হলো শুভ মহালয়ার মধ্য দিয়ে। একই সঙ্গে জানা গেল, এবারের পূজায় দেশের মণ্ডপের সংখ্যাও বেড়েছে আগের বছরের তুলনায়।

শুভ মহালয়ার এই দিনেই দেবীপক্ষের সূচনা হয়। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার মর্ত্যে আগমনের আহ্বান জানানো হয়, এটাই মহালয়া। চণ্ডীপাঠে রয়েছে দেবীর সৃষ্টির কাহিনি, অসুর বধের উদ্দেশ্যে তার আগমনের পূর্ণ বিবরণ এবং দেবীকে কেন্দ্র করে শাস্ত্রীয় প্রশস্তি।

দেশের অন্যান্য জায়গার মতো রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও আজ সকালে মহালয়ার বিশেষ আয়োজন হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ঢাকেশ্বরীতে মহালয়ার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৭টায় হয় তিল-তর্পণ—পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় বিশেষ আচার। সকাল সাড়ে ৮টায় ঘট স্থাপন ও বিশেষ পূজার মাধ্যমে দেবীপক্ষের আনুষ্ঠানিক সূচনা হয়।

ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত বরুণ চক্রবর্তী জানিয়েছেন, মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়। এদিন ঘটে দেবীর আগমনের প্রতীকী আচার সম্পন্ন হয়, যাকে বলা হয় “দেবীর বেলতলায় অবস্থান”। শাস্ত্র মতে, এই সময় থেকেই দেবী কৈলাস ছেড়ে মর্ত্যের পথে রওনা দেন।

এবার দেবী দুর্গার আগমনের বাহন হাতি (গজ) যা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এটি প্রকৃতির ভারসাম্য, বৃষ্টি ও শস্যের প্রতীক। তবে বিদায়ের বাহন দোলা (পালকি), যা শাস্ত্রমতে অশুভ ইঙ্গিত বহন করে।

২৮ সেপ্টেম্বর থেকে শুরু মূল পূজা

মহালয়ার ছয় দিন পর, ২৮ সেপ্টেম্বর (রোববার) শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন 'দুর্গাষষ্ঠী' দিয়ে। সেদিন ষষ্ঠীদেবীর পূজা, কল্পনারম্ভ এবং দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। এরপর পরবর্তী দিনগুলোতে যথাক্রমে ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী উদ্‌যাপিত হবে।

সারা দেশে মণ্ডপের সংখ্যা বেড়েছে

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় প্রায় ২ হাজার বেশি। গত বছর পূজামণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। ঢাকা মহানগরীতেও পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। গত বছর যেখানে ২৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮টিতে।

সরকারি অনুদান ৫ কোটি টাকা

সরকার এবারের দুর্গাপূজার জন্য মোট ৫ কোটি টাকার অনুদান দিয়েছে বলে জানিয়েছেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। প্রতি মণ্ডপে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে যেসব মন্দির বা মণ্ডপের নামে ব্যাংক হিসাব নেই, সেখানে অনুদান দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

 

 

 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9