বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিকতা আখতার

রিকতা আখতার বানু
রিকতা আখতার বানু  © সংগৃহীত

চলতি বছরে বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একমাত্র নারী রিকতা আখতার বানু। রিখতা একজন নার্স। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন। খবর বিবিসির

বিবিসির বিবেচনায় বিশ্বে ২০২৪ সালে প্রভাবশালী নারীর মধ্যে রয়েছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, ধর্ষণ থেকে বেঁচে যাওয়া গিসেল পেলিকট, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রে ও অ্যালিসন ফেলিক্স, গায়ক রায়ে। আরও রয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন, জলবায়ু প্রচারক আডেনিকে ওলাডোসু, লেখিকা ক্রিস্টিনা রিভেরার মতো নারীরা।

Rikta Inner

কুড়িগ্রামে নিজের স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে রিকতা আখতার বানু

বাংলাদেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চলে নার্স রিকতা আখতার বানুর বাড়ি। সেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। রিক্তার নিজের মেয়ে অটিস্টিক ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত। মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে গেলে তাকে ফিরিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপর নিজের জমি বিক্রি করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন রিক্তা। স্কুলটির নাম ‘রিকতা আখতার বানু-লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়’।

আরও পড়ুন: রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহারের অবসান চান ৮৯.৫ শতাংশ মানুষ

রিকতা আখতার বানুর লার্নিং ডিসেবিলিটি স্কুলে এখন ৩০০ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি শুরুতে অটিস্টিক বা শেখার অক্ষমতা আছে, এমন শিশুদের জন্য প্রতিষ্ঠা করা হলেও এখন বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধকতা আছে, এমন শিশু শিক্ষার্থীদের পড়ানো হয়। রিক্তার এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক ভূমিকা রাখছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence