কেন্দ্রীয় ছাত্রলীগেরই তো মেয়াদ নেই: কুবি শাখা ছাত্রলীগ সভাপতি

২৫ জুলাই ২০২২, ০৯:৪০ PM
কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াস  ও সাধারণ সম্পাদক রেজাউল

কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াস ও সাধারণ সম্পাদক রেজাউল © সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

রোববার (২৪ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন- সাজ্জাদ বাসার ও সাফায়িত সিফাত। তারা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ঘটনায় সোমবার (২৫ জুলাই) ওই দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, গত রোববার রাত ১১টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন বিশ্ববিদ্যালয়ের ওই সংগঠনটির সঙ্গে জড়িত সকল শিক্ষার্থীদের সব হল থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় ইলিয়াসের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিবকে ওই হল থেকে তাদের নামিয়ে দিতে আদেশ দেন। এ সময় ইলিয়াসের সঙ্গে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খায়রুল বাসার সাকিবসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। 

জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ওই দুই শিক্ষার্থী কথা বলছিলেন। এ সময় তাদের ডেকে নিয়ে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কথোপকথনের একপর্যায়ে ইলিয়াস ও মাজেদ ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ তুলে উত্তেজিত হয়ে ওঠেন। তারা বলেন, ‘ভেবেছিস তোদের হ্যাডম আছে, তাই যা ইচ্ছে লিখে ফেলছস। এবার দেখবি আমাদের কী হ্যাডম।’

ওই দুই শিক্ষার্থী আরও জানান, ‘প্রকাশিত সংবাদের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে প্রতিবাদলিপি দেওয়ার কথা বলা হলেও ইলিয়াস আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি আমাদের হলে থাকতে দেবেন না বলে হুমকি দেন।’

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী সাজ্জাদ বাসার বলেন, ‘ইলিয়াস ভাই আমাকে দেখিয়ে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল বাসার সাকিবকে আমি ও অন্যান্যদের কালই হল থেকে বের করে দেওয়ার আদেশ দেন।’

তবে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ঘটনা অস্বীকার করে বলেন, ‘কোনো হুমকি দেওয়ার ঘটনা ঘটেনি। দু’জনের সঙ্গে শুধু কিছু কথা বলেছি।’ 

হল থেকে নামিয়ে দেওয়ার হুমকি প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিয়ে লিখবে আর ছাত্রলীগ কিছু করবে না। এটা হতে পারে না।’ 

ইলিয়াস আরও বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগেরই তো মেয়াদ নেই, সেখানে আমাদের মেয়াদ নিয়ে প্রশ্ন আসে কেন? তোমরা যাদের বক্তব্যে নিউজ দাও তাদের মেয়াদ তখন কই থাকে? আওয়ামী লীগের সম্মেলনও তো অনেক আগে হয়েছে। সেই হিসাবে তো শেখ হাসিনাও মেয়াদোত্তীর্ণ।’ 

কুবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘আমি ছোট ভাইয়ের মতো বিষয়টা বলেছি। সাংগঠনিক জায়গা থেকে বলি নাই।’ 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘প্রক্টরিয়াল বডি, আমরা সবাই বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

‘চিহ্নিত সন্ত্রাসী নিয়ে ক্যাম্পেইন করে বিপদে পড়বেন কিনা, তা…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
না ফেরার দেশে চিত্রনায়ক জাভেদ
  • ২১ জানুয়ারি ২০২৬
মিরপুরে মহিলা জামায়াত কর্মীদের অবরুদ্ধ ও হামলায় জড়িতদের গ্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
ইসি ব্যবস্থা না নিলে ‘পক্ষপাতদুষ্ট’ কর্মকর্তাদের তালিকা প্র…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9