১৫ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১০:১৪ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২২, ১০:৪১ PM
মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ১৫ দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে এই ছুটি শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ফুলে ফুলে সুশোভিত নজরুল বিশ্ববিদ্যালয়
এছাড়া আবাসিক হল সমূহের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২২ এপ্রিল) থেকে দুপুর ১২টা থেকে আবাসিক হলসমূহ বন্ধ হয়ে শুক্রবার (৬ মে) সকাল ৯ টায় খুলবে।
বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সেবার আওতায় কর্মরত কর্মীবৃন্দকে যথারীতি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।