কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান

৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২১ PM
টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে তারেক রহমান

টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে তারেক রহমান © টিডিসি ফটো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র চলছে, তাই জনগনকে সর্তক থাকতে হবে। আজ শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের ঘারিন্দা বাইপাসে নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, এখনো কোনো কোনো মহল চেষ্টা করছে, কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়।  তাদের বিভিন্ন লোকজন বিভিন্নভাবে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নম্বর ও বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সঙ্গে এমন ঘটনা ঘটলে সে ব্যাপারে নিজেরা ও অন্যদের সতর্ক করবেন। যারা ভোটের আগে এমন অনৈতিক কাজ করতে পারে, তারা যদি দেশ চালানোর সুযোগ পায়, তাহলে দেশকে বিক্রি করে দিবে।

সমাবেশে টাঙ্গাইলের বিএনপি প্রার্থী যথাক্রমে মাহবুব আনাম স্বপন ফকির, আব্দুস সালাম পিন্টু, ওবায়দুর হক নাসির, লুৎফুর রহমান মতিন, সুলতান সালাউদ্দিন টুকু, রবিউল আলম লাবলু, আবুল কালাম আজাদ সিদ্দিকী ও আহমেদ আজম খানকে পরিচয় করে দিয়ে তাদের হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান এবং টাঙ্গাইলবাসীকে তাদেরকে বিজয়ী করার আহ্বান জানান।

আরও পড়ুন : দুই আলেম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ে সিলেট-৫

তারেক রহমান বলেন, ‘ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে যাওয়া এবং কেন্দ্র পাহারা দিতে হবে। সেজন্য আগে থেকেই কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।  যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যার যার এলাকার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

টাঙ্গাইলের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছেন। ১২ তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ ১৩ তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব। 

এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। এই টাঙ্গাইলের শাড়ি আছে। বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে। এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা-কাপড় যেরকম বিদেশে পাওয়া যায় এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারব। এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি এই টুপিতে যারা কাজ করে, আরো বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে একটু আগে টুকু (সালাউদ্দিন টুকু) যেই কথা বলল টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব। 

টাঙ্গাইলে যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ, এই অঞ্চলে মিল কারখানা স্থাপন, আনারসকে প্রক্রিয়াজাত করে জুস তৈরির জন্য কারখানা প্রতিষ্ঠা, পাট শিল্প প্রভৃতি ক্ষেত্রে পরিকল্পনার কথাও বলেন তারেক রহমান।

আরও পড়ুন : নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান আসিফের

তিনি বলেন, আমরা যদি সকলে মিলে কাজ করি, সবাই মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি ইনশাল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয়, আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্খিত পরিবর্তন আনতে সক্ষম হব। কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয় তাহলে অবশ্যই এই দেশের মালিক যারা এই জনগণকে আমাদের সাথে থাকতে হবে। কারণ মালিক ছাড়া তো কোন কাজ করা যাবে না। এই দেশের মালিক আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হব। ”

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা সাইয়েদুল আলম বাবুল, বেনজীর আহমেদ টিটো, সাঈদ সোহরাব, শামসুজ্জামান সুরুজসহ টাঙ্গাইলের ৮টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন।

উত্তরাঞ্চলে প্রচারাভিযানের দুইদিনে তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে চারটি নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান। শেষ দিনে সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনী সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান সন্ধ্যা সাড়ে ৬টায়।

দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬