চূড়ান্ত মনোনয়নের পর ১ হাজার ৭শ আসন ফাঁকা

চূড়ান্ত মনোনয়নের পর ১ হাজার ৭শ আসন ফাঁকা
চূড়ান্ত মনোনয়নের পর ১ হাজার ৭শ আসন ফাঁকা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের চূড়ান্ত মনোনয়নের পর এখনো প্রায় ১ হাজার ৭শ আসন ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসনে ফের মনোনয়নের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত চলবে এ কার্যক্রম।

বুধবার (০২ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এ সংখ্যাটা চূড়ান্ত মনোনয়নের পর দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করেনি। ফাঁকা আসনের সংখ্যাটা আরও বাড়বে। আগামী ২-১ দিনের মধ্যে ঠিক কত আসন সাত কলেজের ফাঁকা রয়েছে সিটির তালিকাটা হাতে পাবো। কলেজগুলোকে দ্রুত এ তালিকাটা দিতে বলা হয়েছে।

এর আগে গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) সাত কলেজের ভর্তি পরীক্ষার চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়। ২৩ হাজার ২৬২ আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। এরপর অনেকে টাকা জমা দেয়নি আবার কেউ কেউ অন্য জায়গায় ভর্তি হয়েছেন। ফলে চূড়ান্ত মনোনয়নের পরেও ফাঁকা হচ্ছে সাত কলেজের আসন।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা কবে— জানা যাবে ২১ মার্চ

খালি আসনে ভর্তি সুযোগ দাবি ভর্তিচ্ছুদের

বুধবার বেলা ১২টার দিকে সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ভর্তীচ্ছু একদল শিক্ষার্থী। পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের সেখানে থেকে সরিয়ে দিলে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

অধ্যাপক মোস্তাফিজুর বলেন, ৬ মার্চের পর এসব ফাঁকা আসনে ভর্তি নেওয়া হবে। তার আগে যারা ভর্তি হয়েছে, তারা ৪ থেকে ৬ মার্চ মাইগ্রেশনের আবেদন করতে পারবে। তবে এটা অটোমেটিক মাইগ্রেশন হবে না। সরাসরি এসে মাইগ্রেশনের আবেদন করতে হবে। মাইগ্রেশনের পর অবশিষ্ট আসনে মেধাতালিকা অনুযায়ী নতুন শিক্ষার্থী মনোনয়ন দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ