জন্ম নিয়ে কটূক্তি করায় ছাত্রের আত্মহত্যার চেষ্টা, তদন্ত কমিটি গঠন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ AM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর জন্ম নিয়ে কটূক্তি করার ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। একই সাথে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে মহাসড়কে অবরোধ তুলে নিয়ে আন্দোলন স্থগিত করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জানা গেছে, নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারীকে প্রধান করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ড. তপন কুমার সরকার ও প্রক্টর উজ্জ্বল কুমার প্রধানকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: স্বপ্নের ঢাবি এখন দুঃস্বপ্ন
আন্দোলনকারীরা বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে তিন কর্মদিবস সময় নিয়েছেন; এ জন্য তারা আন্দোলন স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষক শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি দেবেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর জানান, কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের বাইরে আছেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ও উপাচার্য ক্যাম্পাসে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মন্ত্রণালয় বলছে তদন্ত করতে আর ইউজিসি দিচ্ছে পুরস্কার!
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ বর্ষের শামীম সিদ্দিকী নামে এক শিক্ষার্থীর জন্ম নিয়ে প্রশ্ন তোলেন বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদী হাসান। এমন প্রশ্নে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষার্থী। ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।